রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে আবু সাঈদসহ জুলাই অভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্তির সিদ্ধান্ত
- সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো
- ৩০ অক্টোবর ২০২৪, ২২:০০
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে চালু হচ্ছে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের ইতিহাস। বাংলাদেশ স্টাডিজ নামের কোর্সে এই কোর্স চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়টির অ্যাকাডেমিক কাউন্সিল।
বুধবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত ৪৯তম অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়।
বিশ্ববিদ্যালয়টির ভিসি ড. শওকাত আলীর সভাপতিত্বে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের ডিন, ২২টি বিভাগের বিভাগীয় প্রধান এবং অধ্যাপকরা উপস্থিত ছিলেন।
অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও কম্পিউটার সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. মো: ইলিয়াছ প্রামণিক ‘জুলাই অভ্যুত্থান-২০২৪’ সকল বিভাগে বাংলাদেশ স্টাডিজ নামক কোর্সে অন্তর্ভূক্ত করার প্রস্তাব করেন এবং বিভিন্ন যুক্তি তুলে ধরেন। তার প্রস্তাবনা ও যুক্তি বিস্তারিত পর্যালোচনা শেষে সভায় ঐক্যমতের ভিত্তিতে পরবর্তী সেশন থেকে পাঠ্যক্রমে অন্তর্ভূক্তির সিদ্ধান্ত হয়।
প্রস্তাবকারী শিক্ষক বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. মো: ইলিয়াছ প্রামণিক জানান, ‘শিক্ষার্থীদের মধ্যে দেশ, রাষ্ট্র, সামাজিক দায়বদ্ধতা এবং দায়িত্বশীলতা সৃষ্টির জন্য 'জুলাই অভ্যুত্থান-২০২৪' একটি আদর্শ বিষয় হিসেবে বাংলাদেশ স্টাডিজ করছে অন্তর্ভুক্ত করার জন্য প্রস্তাব করি। অ্যাকাডেমিক কাউন্সিলে আমি আমার প্রস্তাবনায় বলি এই কোর্স সংযুক্ত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আরো দায়িত্বশীল ও সচেতন করে তুলবে এবং জাতীয় ঐক্যের আদর্শে তাদের উদ্বুদ্ধ করবে। পুরো বিষয়টি পর্যালোচনা করে অ্যাকাডেমিক কাউন্সিল সর্ব সিদ্ধান্তে প্রস্তাবটি অনুমোদন করেন। পরবর্তী সিন্ডিকেট সভায় বিষয়টি চূড়ান্ত অনুমোদন দেয়া হলে তা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হবে।’
এ ব্যাপারে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো: শওকাত আলী জানান, 'জুলাই বিপ্লবের ইতিহাস ২০২৪' পাঠ্যক্রমে অন্তর্ভূক্ত করা হলে, শিক্ষার্থীরা সমকালীন ইতিহাসের ঘটনাপ্রবাহের সাথে পরিচিত হবে। একই সাথে জাতীয় চেতনা ও সংগ্রামের মর্মার্থও উপলব্ধি করতে পারবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ, ন্যায়বিচারের প্রতি শ্রদ্ধা এবং সামাজিক দায়বদ্ধতা তৈরি হবে।
তিনি আরো জানান, ‘সিন্ডিকেট সভায় অনুমোদন হওয়ার পর এই সিদ্ধান্তের আলোকে দেশবরেণ্য ইতিহাসবিদদের সমন্বয়ে ইতিহাস রচনা করে তা বাংলাদেশ স্টাডিস করছে অন্তর্ভুক্ত হয়ে যাবে।’
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শামসুর রহমান সুমন জানান, ‘রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের বাংলাদেশ স্টাডিস করছে ২০২৪ এর জুলাইয়ের অভ্যুত্থানের ইতিহাস সংযুক্তির বিষয়টি যুগান্তকারী পদক্ষেপ। এই ইতিহাসে শহীদ আবু সাঈদের আত্মত্যাগের ইতিহাস নির্ভুলভাবে সুন্নিবেশিত করারও দাবি জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা