লালমনিরহাটে দৈনিক নয়া দিগন্তের ২ দশক পূর্তি উদযাপন
- সাব্বির আহমেদ লাভলু, লালমনিরহাট
- ৩০ অক্টোবর ২০২৪, ১৭:১৮
দৈনিক নয়া দিগন্তের ২০ বছর পূর্তি উপলক্ষে নয়া দিগন্ত পরিবারের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বর্ষপূর্তি ও উদযাপন উৎসব করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) লালমনিরহাট শহরের এলজিইডি মিলনের দুই দশক পূর্তি অনুষ্ঠানে দৈনিক নয়া দিগন্ত লালমনিরহাটে জেলা প্রতিনিধি সাব্বির আহমেদ লাভলুর সভাপতিত্বে ও চ্যানেল২৪-এর সাংবাদিক মাহফুজুল ইমলাম বকুলের উপস্থাপনায়
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি লালমনিরহাট-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম (রাজু)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান ও বিশেষ অতিথি উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: ফজলুল হক ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ কে এম মমিনুল ইসলাম ও নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শাহ আলম ও দৈনিক নয়া দিগন্ত ও যমুনা টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহার মান্নান।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম-হাতীবান্ধা লালমনিরহাট-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম (রাজু) বলেন, সাংবাদিকদের দল মতের ঊর্ধ্বে ওঠে সাদা কে সাদা কালো কে কালো বল বলতে হবে। বিগত সরকারের আমলে সংবাদপত্রকে বিভিন্ন কালাকানুন দিয়ে সাংবাদিকদের মুখ ও কলম বন্ধ করে রাখা হয়েছিল। সাংবাদিকদের নির্ভয়ে পেশাগত দায়িত্ব পালন করার জন্য উদাত্ত আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্য অতিরিক্ত জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান বলেন, আমাদের সবাইকে ২৪-এর চেতনা ধারণ করতে তিনি দৈনিক নয়া দিগন্তকে সত্য ও বস্তুনিষ্ঠভাবে সাহসী সাংবাদিকতার জন্য ধন্যবাদ জানান এবং শহীদ ও আহতদের বিষয়ে ধারাবাহিক প্রকাশের অনুরোধ করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান সাতা, জিটিভির লালমনিরহাট জেলা প্রতিনিধি আলতাবুর রহমান, দৈনিক সংগ্রামের লালমনিরহাট জেলা প্রতিনিধি লাবলু শেখ, টেলিভিশন জার্নালিস্ট ফোরামে লালমনিহাট জেলা সেক্রেটারি বৈশাখী টেলিভিশন প্রতিনিধি তৌহিদুল ইসলাম লিটন, ডেইলি স্টারের প্রতিনিধি এস দিলীপ রায় ও আধুনিক সংগ্রামের উপজেলা প্রতিনিধি হাসান আব্দুল মালেক।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা