২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ছাত্ররাজনীতি বন্ধ হওয়ায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আনন্দ শোভাযাত্রা

- ছবি : নয়া দিগন্ত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ ও ছাত্র সংসদ নির্বাচনের সিদ্ধান্ত নেয়ায় আনন্দ শোভাযাত্রা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আজ সোমবার (২৮ অক্টোবর) রাত ৯টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে শুরু হওয়া আনন্দ শোভাযাত্রাটি চকবাজার ও পার্কের মোড় হয়ে পুনরায় প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় সমন্বয়করা বলেন, ‘লেজুরবৃত্তির রাজনীতির বৃত্ত থেকে মুক্ত হলো রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এখন দ্রুত গতিতে দিতে হবে ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচন। পাশাপাশি শহীদ আবু সাঈদ হত্যা মামলায় জড়িত শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের বিচারের মুখোমুখি করার দাবি জানান বক্তারা।’

এর আগে, সোমবার দুপুরে ১০৮তম সিন্ডিকেট সভায় এ ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধ, হল ও ছাত্র সংসদ নির্বাচন, আবু সাঈদ হত্যা মামলায় জড়িত শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের সাময়িক বরখাস্ত, তাদের বিরুদ্ধে মামলা এবং ড. তুহিন ওয়াদুদসহ তিন শিক্ষকের নিয়োগ জালিয়াতির বিষয়ে তদন্ত কমিটি হয়।


আরো সংবাদ



premium cement