২৭ অক্টোবর ২০২৪, ১১ কার্তিক ১৪৩১, ২৩ রবিউস সানি ১৪৪৬
`

ডিমলায় নয়া দিগন্তের ২ দশক পূর্তি উদযাপন

- ছবি : নয়া দিগন্ত

নীলফামারীর ডিমলায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার দু’দশক পূর্তি উদযাপন করা হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) প্রেসক্লাব ডিমলার অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

দৈনিক নয়া দিগন্তের ডিমলা প্রতিনিধি মো: রেজোয়ান ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থেকে দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। আমাদের ছাত্রদের আন্দোলনের ফলে দেশ আজ স্বৈরাচার মুক্ত হয়েছে। সকল সেক্টরে এখনো স্বৈরাচারের লোকজন রয়েছে। সাহসীকতার মাধ্যমে তাদের বিরুদ্ধে আপনাদেরকে কলম ধরতে হবে। সাংবাদিকরা কোনো দলের নয়। আপনারা দলমত নির্বিশেষে দুর্নীতির বিরুদ্ধে কলম ধরবেন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলে এলাহী বলেন, ‘সাংবাদিকদের দেশের পক্ষে সর্বদা সত্য তুলে ধরতে হবে। ফ্যাসিবাদের দোসররা যাতে আর কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তাদের বিরুদ্ধে আপনাদের লিখতে হবে। পুলিশকে সত্য তথ্য দিয়ে সাহায্য করতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে ডিমলা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান বলেন, ‘বিগত দিনে সাংবাদিকতা করতে গিয়ে আপনারা বিভিন্ন বাধা ও হয়রানি ও মামলা-হামলার শিকার হয়েছেন। ফ্যাসিবাদ পতনের পর আপনারা স্বাধীনভাবে কলম চালিয়ে যাবেন। স্বাধীনভাবে সাংবাদিকতা করতে জামায়াতে ইসলামী আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবে।’

অনুষ্ঠানে টেপা খড়িবাড়ি ইউপি চেয়ারম্যান মো: রবিউল ইসলাম শাহিন, ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি কাজী রুকনুজ্জামান বকুল, নীলফামারী জেলা শিবিরের সাবেক সভাপতি ও ডিমলা উপজেলা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি ওয়াহেদুজ্জামান বাবুল, প্রেসক্লাব ডিমলার সভাপতি মিজানুর রহমান খান সবুজ, সাধারণ সম্পাদক মাসুম পারভেজ রুবেল, কালবেলার জামান মৃধা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ইমরান খানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
মিরসরাইয়ে সাবেক গণপূর্তমন্ত্রী মোশাররফের গ্রেফতারে বিএনপির আনন্দ মিছিল ‘শুধু ছাত্রলীগ নয়, আ’লীগকেও নিষিদ্ধ করতে হবে’ রাষ্ট্রপতিকে অবশ্যই চলে যেতে হবে : হাসনাত আব্দুল্লাহ রুয়েটের নতুন ভিসি হলেন প্রফেসর আব্দুর রাজ্জাক রোজার পরে এসএসসি, ঈদুল আজহা শেষে এইচএসসি সোনাইমুড়িতে আগুনে পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি, আহত ১ পাবনায় দৈনিক নয়া দিগন্তের ২ দশক পূর্তি উদযাপন সাদ্দাম, ইনানসহ ৪০০ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা লগি-বৈঠার নির্মম আঘাতে নিহতদের স্মরণে জামায়াতের বিবৃতি ‘উগ্রপন্থী কোনো সংগঠনের নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরিকল্পনা সরকারের নেই’ ‘বর্তমান সংবিধান-রাষ্ট্রপতিকে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’

সকল