২৩ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬
`

মানহানি মামলা থেকে খালাস পেলেন মাহমুদুর রহমান

- ছবি : সংগৃহীত

‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে করা মানহানির মামলা খারিজ করে দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে গাইবান্ধার সিনিয়র জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক জান্নাতুল ফেরদৌস এ আদেশ দেন।

মাহমুদুর রহমানের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ বাবু বিষয়টি নিশ্চিত করছেন।

অভিযুক্তর বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ না পাওয়ায় তাকে বেকসুর খালাস দেয়া হয়।

উল্লেখ্য, ২০১৭ সালের ১ ডিসেম্বর ঢাকার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল আয়োজিত ‘গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে অংশ নেন মাহমুদুর রহমান। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের নাতনি যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকীকে নিয়ে জনসম্মুখে মাহমুদুর রহমান আপত্তিকর কথা বলেন বলে অভিযোগ এনে একই বছরের ১১ ডিসেম্বর গাইবান্ধা জেলা যুবলীগের সভাপতি সরকার মো: শাহীদ হাসান লোটন গাইবান্ধা আমলী আদালতে এ মামলা করেন।


আরো সংবাদ



premium cement