রংপুরে শিবিরের সাবেক ২ সভাপতিসহ ৪১ নেতা-কর্মী খালাস
- সরকার মাজহারুল মান্নান রংপুর ব্যুরো
- ২২ অক্টোবর ২০২৪, ১৯:১৩
রংপুরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন সাঈদী ও রাজিবুর রহমান পলাশসহ ৪১ নেতা-কর্মীকে খালাস দিয়েছে রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত।
মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রংপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক জুলকারনাইন এ আদেশ দেন।
বিবাদি পক্ষের আইনজীবী রবিউল ইসলাম জানান, ‘২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি কোতয়ালী থানার তৎকালীন পিএস আই শাহাদত হোসেন ২০০২ সালের দ্রুত বিচার আইনে পুলিশের রিকুইজিশন করা গাড়ি ভাঙচুরের অভিযোগে গায়েবি মামলা করেন। দীর্ঘ শুনানিতে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাক্ষ্য ও জেরায় অপরাধ প্রমাণিত না হওয়ায় মঙ্গলবার বিচারক আদেশ দেন।’
আদেশে শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন সাঈদী ও রাজিবুর রহমান পলাশ, সাবেক কার্যকরি সদস্য ও বর্তমানে রংপুর মহানগর জামায়াতের প্রচার বিভাগের সম্পাদক অ্যাডভোকেট কাওছার আলীসহ ৪১ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
বাদি পক্ষের অপর আইনজীবী জয়নাল আবেদীন জানান, ‘ফ্যাসিবাদমুক্ত হওয়ার কারণে এ রায়ে সঠিক বিচার নিশ্চিত হয়েছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা