বশেফমুবিপ্রবি’র নতুন ভিসি ঢাবির অধ্যাপক ড. রোকনুজ্জামান
- খাদেমুল বাবুল, জামালপুর
- ২১ অক্টোবর ২০২৪, ২১:০৬
জামালপুরের মেলান্দহে অবস্থিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি’র) নতুন ভিসি (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মৎস্য সম্পদ বিভাগের অধ্যাপক মোহাম্মদ রোকনুজ্জামানকে নতুন ভিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তাকে আগামী ৪ বছরের জন্য এই পদে নিয়োগ দেয়া হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছা: রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ১১ আগস্ট পদত্যাগ করেন তৎকালীন ভিসি অধ্যাপক মো: কামরুল আলম খান।
ওই সময় বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিরাও পদত্যাগ করেন। এরপর থেকেই বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি নিয়োগ প্রক্রিয়া শুরু করে সরকার। সর্বশেষ প্রায় আড়াই মাস পর এই বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা