২২ অক্টোবর ২০২৪, ৬ কার্তিক ১৪৩০, ১৮ রবিউস সানি ১৪৪৬
`

সৈয়দপুরে বৃদ্ধের টাকা ছিনতাই, শোকে মৃত্যু

- ছবি : নয়া দিগন্ত

নীলফামারীর সৈয়দপুরে ইসলামী ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়ার পথে আশরাফ হোসেন (৬৪) নামে এক বৃদ্ধ ছিনতাইয়ের শিকার হয়েছেন। এতে শোকে বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে শহরের শহীদ তুলসীরাম সড়কে এ ছিনতাই হয়।

আশরাফ হোসেনের বাড়ি সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের দক্ষিণ অসুরখাই গ্রামে।

মৃত আশরাফ হোসেনের ছেলে মাদ্রাসা শিক্ষক নাজমুল হোসেন জানান, ‘বৃদ্ধ বাবা ও মা ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ নিয়েছেন। সেই ঋণের ২৫ হাজার টাকা নিয়ে ব্যাংক থেকে বের হচ্ছিলেন। গেটের ওখানেই চোর চক্রটি বৃদ্ধদের শাড়ি লুঙ্গি দিচ্ছেন বলে পাশে নিয়ে যান আমার বাবা মাকে। পরে ভাড়ার কথা বলে খুচরা টাকা আছে জিজ্ঞেস করে কৌশলে আমার বৃদ্ধ মায়ের কাছ থেকে ওই টাকা ছিনতাই করে পালিয়ে যায় চোর চক্রটি। এতে আমার বৃদ্ধ বাবা সেখানেই অজ্ঞান হয়ে পড়েন। পরে আশেপাশের লোকজন বাবাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এ বিষয়ে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসক নাজমুল হুদা জানান, ‘হাসপাতালে নেয়ার পথেই আশরাফ হোসেন ইন্তেকাল করেছেন। মূলত শোকে তার হার্ট অ্যাটাক হয়েছে।’

এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফইম উদ্দিন বলেন, ছিনতাইয়ের শোকে বৃদ্ধের মৃত্যুর বিষয়টি আমরা জেনেছি। ব্যাংকসহ গুরুত্বপূর্ণ সড়কের সিসি ফুটেজ দেখে আমরা চোরদের ধরার চেষ্টা করছি এবং ব্যাংক পাড়ায় নিরাপত্তা বাড়ানো হচ্ছে।’


আরো সংবাদ



premium cement
সেই আহসান কিবরিয়া অবশেষে বদলি কর্মকর্তাদের উচ্ছ্বাস নারায়ণগঞ্জে সেনাসদস্য হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সারজিস, প্রধান নির্বাহী স্নিগ্ধ ‘হেফাজত অরাজনৈতিক অবস্থান দৃঢ়তার সাথে বজায় রাখবে’ ঘূর্ণিঝড় ‘ডানা’ কবে-কোথায় আঘাত হানতে পারে? রাষ্ট্রপতিকে অপসারণের দাবিতে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ওয়াশিংটন আবুধাবি ও মস্কোতে রাষ্ট্রদূতদের চুক্তি বাতিল জনসম্পৃক্ততায় ট্রাফিক শৃঙ্খলার উন্নতি সম্ভব স্বাস্থ্য অধিদফতরের নিয়োগকে কেন্দ্র করে দ্বন্দ্বে ৩ ডাক্তার আহত বঙ্গভবনের বিলাসিতা ছেড়ে নিজের রাস্তা দেখেন : হাসনাত আবদুল্লাহ ববিতে হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজা

সকল