সৈয়দপুরে বৃদ্ধের টাকা ছিনতাই, শোকে মৃত্যু
- মো: জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী)
- ২১ অক্টোবর ২০২৪, ২০:১৭
নীলফামারীর সৈয়দপুরে ইসলামী ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়ার পথে আশরাফ হোসেন (৬৪) নামে এক বৃদ্ধ ছিনতাইয়ের শিকার হয়েছেন। এতে শোকে বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) দুপুরে শহরের শহীদ তুলসীরাম সড়কে এ ছিনতাই হয়।
আশরাফ হোসেনের বাড়ি সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের দক্ষিণ অসুরখাই গ্রামে।
মৃত আশরাফ হোসেনের ছেলে মাদ্রাসা শিক্ষক নাজমুল হোসেন জানান, ‘বৃদ্ধ বাবা ও মা ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ নিয়েছেন। সেই ঋণের ২৫ হাজার টাকা নিয়ে ব্যাংক থেকে বের হচ্ছিলেন। গেটের ওখানেই চোর চক্রটি বৃদ্ধদের শাড়ি লুঙ্গি দিচ্ছেন বলে পাশে নিয়ে যান আমার বাবা মাকে। পরে ভাড়ার কথা বলে খুচরা টাকা আছে জিজ্ঞেস করে কৌশলে আমার বৃদ্ধ মায়ের কাছ থেকে ওই টাকা ছিনতাই করে পালিয়ে যায় চোর চক্রটি। এতে আমার বৃদ্ধ বাবা সেখানেই অজ্ঞান হয়ে পড়েন। পরে আশেপাশের লোকজন বাবাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
এ বিষয়ে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসক নাজমুল হুদা জানান, ‘হাসপাতালে নেয়ার পথেই আশরাফ হোসেন ইন্তেকাল করেছেন। মূলত শোকে তার হার্ট অ্যাটাক হয়েছে।’
এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফইম উদ্দিন বলেন, ছিনতাইয়ের শোকে বৃদ্ধের মৃত্যুর বিষয়টি আমরা জেনেছি। ব্যাংকসহ গুরুত্বপূর্ণ সড়কের সিসি ফুটেজ দেখে আমরা চোরদের ধরার চেষ্টা করছি এবং ব্যাংক পাড়ায় নিরাপত্তা বাড়ানো হচ্ছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা