২১ অক্টোবর ২০২৪, ৫ কার্তিক ১৪৩০, ১৭ রবিউস সানি ১৪৪৬
`

নীলফামারীতে ১ কর্ম দিবসের মধ্যে পিআরএল আদেশ

পিআরএল ও ল্যামগ্রান্ড পত্র পেয়ে খুবই খুশি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সাত্তার - ছবি : নয়া দিগন্ত

নীলফামারী সদর উপজেলার সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সাত্তারের অবসরে যাওয়ার এক কর্ম দিবসের মধ্যে তার হাতে পোস্ট রিটায়ারমেন্ট লিভ-এর (পিআরএল) আদেশ ও ল্যামগ্রান্ডের পত্র তুলে দিয়েছেন নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এম শাহজাহান সিদ্দিক।

আজ রোববার কোন হয়রানি ছাড়াই এক দিনের মধ্যে পিআরএল ও ল্যামগ্রান্ড পত্র পেয়ে খুবই খুশি হয়েছেন অবসরে যাওয়া এ শিক্ষা অফিসার।

জানা যায়, ২০ অক্টোবর নীলফামারী সদরের উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো: আব্দুস সাত্তার পিআরএল-এ যান। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তার দফতরে কর্মকর্তাদের ডেকে ফুলের শুভেচ্ছাসহ এক কর্ম দিবসের মধ্যেই তার হাতে পিআরএল-এর আদেশ তুলে দেন।

আব্দুস সাত্তার বলেন, ‘নীলফামারীর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এম শাহজাহান সিদ্দিক যোগদানের পর থেকেই কোনো ধরনের হয়রানি ছাড়াই শিক্ষক ও কর্মকর্তাদের সেবা দিয়ে যাচ্ছেন। শিক্ষক ও কর্মকর্তাদের পিআরএল শুরুর আগের দিনেই তাদের হাতে ল্যামগ্রান্ডের পত্র তুলে দিয়ে বেশ সুনাম কুড়িয়েছেন।’

অবসরে যাওয়া কয়েকজন শিক্ষক জানান, ‘আগে পিআরএল-এর আদেশ পেতে অনেক সময় লাগত। দিনের পর দিন অফিসে ঘুরতে হত। কিন্তু বর্তমান জেলা শিক্ষা অফিসার এ এম শাহজাহান সিদ্দিক যোগদানের পর থেকে সব ধরনের কাজে অত্যন্ত মানবিক ও সহযোগিতামূলক আচরণ করেন। তিনি এক কর্ম দিবসের মধ্যেই সকল প্রক্রিয়া শেষে পেনশন আবেদন মঞ্জুর করেন।’

জেলা শিক্ষা অফিসার এ এম শাহজাহান সিদ্দিক জানান, ‘এটা আমার কর্ম জীবনের দায়িত্ব। আমি আমার দায়িত্ববোধ থেকেই এ সকল কাজ করেছি।’

 


আরো সংবাদ



premium cement