২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিভাগে ১৪তম স্থান নিয়ে স্নাতক পাস করলেন শহীদ আবু সাঈদ

বিভাগে ১৪তম স্থান নিয়ে স্নাতক পাস করলেন শহীদ আবু সাঈদ - ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও পুলিশের গুলিতে শহীদ হওয়া আবু সাঈদ স্নাতক পরীক্ষায় সিজিপিএ ৩ দশমিক ৩০ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। বিভাগে তার অবস্থান ১৪তম।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী জানান, ‘রোববার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো: শওকাত আলীর অনুমোদনক্রমে ইংরেজি বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের অনার্সের (সম্মান) ফলাফল প্রকাশ হয়।

ফলাফলে শহীদ আবু সাঈদ ৩ দশমিক ৩০ সিজিপিএ পেয়ে উত্তীর্ণ হন। ৬৯ জন শিক্ষার্থীর মধ্যে আবু সাঈদ মেধাতালিকায় ১৪তম স্থান পেয়েছে।’

জানা যায়, কয়েকদিন আগে ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফলেও উত্তীর্ণ হন শহীদ আবু সাঈদ।

এ বিষয়ে রোকেয়া বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাবিনা ইয়াসমিন জানান, আবু সাঈদ ছিলেন একজন মেধাবী শিক্ষার্থী। সে কারণে মেধার মূল্যায়নের জন্য তিনি আন্দোলন সংগ্রাম করেছেন। সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। সিজিপিএ ৪ এর মধ্যে ৩ দশমিক ৩০ পাওয়ায় তিনি যে মেধাবী ছিলেন সেটি প্রমাণিত। কিন্তু তিনি আমাদের মাঝে নেই। আমরা তার স্পিরিট কাজে লাগানোর জন্য যা যা করা দরকার সেটা করব।’

আবু সাঈদের বাবা মকবুল হোসেন জানান, ‘আমার ছেলের বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন ছিল। কিন্তু ন্যায়ের পক্ষে আন্দোলন করাতে পুলিশ তাকে গুলি করে হত্যা করল। আজ আমার ছেলের ফলাফল বের হলো। সাঈদ খুব ভালোভাবে পাস করেছে। কিন্তু এই দুনিয়াতে সে নাই। আমি হত্যাকারীদের বিচার চাই।’

বিশ্ববিদ্যালয়টির ভিসি ড. শওকাত আলী জানান, শহীদ আবু সাঈদের ফলাফলই প্রমাণ করে সে কতটা মেধাবী ছিল। মেধার মূল্যায়ন এবং বৈষম্যের যে তার আত্মত্যাগের স্পিরিট কাজে লাগিয়ে এই বিশ্ববিদ্যালয় পরিচালনা করব।


আরো সংবাদ



premium cement
বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৪ হাজার ছাড়াল আমরা মানুষের সম্মিলিত প্রজ্ঞাকে সম্মান করি

সকল