রংপুরে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড
- সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো
- ১৬ অক্টোবর ২০২৪, ১৭:০৬
মাদককারবারির অভিযোগ প্রমাণিত হওয়ায় রংপুরের গঙ্গাচড়ার দুই কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৬ অক্টোবর) দুপুরে রংপুরের স্পেশাল জজ হায়দার আলী এই আদেশ দেন।
যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন গঙ্গাচড়া উপজেলার জয়রামওঝা গ্রামের আব্দুল জব্বারের ছেলে মো: দছির উদ্দিন এবং আকবর আলীর ছেলে মহুবার রহমান।
রংপুর জজ আদালতের বিশেষ প্রসিকিউটির জয়নাল আবেদীন অরেঞ্জ জানান, ২০১১ সালের ২ জুলাই গঙ্গাচড়ার জয়রামওঝা গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে দছির উদ্দিন ও মহুবার রহমানের কাছ থেকে ২৭০ বোতল ফেনসিডিল ও তিন কেজি গাজা উদ্ধার এবং তাদের গ্রেফতার করে পুলিশ। পরে পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও চার্জশিট দেয়।
রাষ্ট্রপক্ষের আইনজীব (পিপি) জানান, পরবর্তীতে সাতজন সাক্ষীর সাক্ষ্য ও জেলা শেষে বিচারক তাদের দুজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) ধারায় দোষী সাব্যস্ত করে যাজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন।
এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই আসাকিকেই আরো দুই বছর সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ডের আদেশ দেন। আসামিরা জামিনে মুক্ত থাকায় হাজিরা না দেয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি ও সাজা পরোয়না জারিরও আদেশ দিয়েছে আদালত।
আসামিপক্ষের আইনজীবী জানান, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আমরা আপিল করব।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা