ব্যক্তির অপকর্মের দায় দল নিবে না : স্বেচ্ছাসেবক সভাপতি
- সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো
- ১৪ অক্টোবর ২০২৪, ২৩:২৯
ব্যক্তির অপকর্মের দায় দল নিবে না বলে মন্তব্য করে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, ‘যেকাজ করলে দল, তারেক রহমান ও খালেদা জিয়া বিব্রত হয়, সেই কাজ করা যাবে না। অপকর্মকারীদের বহিষ্কার করা হবে।’
সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় রংপুর মহানগরীর চিকলি পার্কে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে রংপুর জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং রোকেয়া বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজ ছাত্রদলের দিক নির্দেশনামূলক যৌথকর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে আপনারা চরিত্র হারাবেন না। কিন্তু অনেক বিপথগামী হয়েছেন, সংগঠন বিরোধী কাজ করেছেন। কোথাও শোকেজ করেছি, কাউকে বহিষ্কার করতে বাধ্য হয়েছি। কোথাও কমিটি বিলুপ্ত করেছি। নিজ দলের কর্মীদের বিরুদ্ধে মামলাও করেছি। বিএনপির জনপ্রিয়তা ক্ষুণ্ণ হতে পারে এমন কাজ করলে তারা ছাড় পাবেন না। বহিষ্কার করা হবে।
আরো বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান ইয়াহিয়া। মেসার্স এবং দলের সহ-সভাপতি: ড. মো: মফিদুল আলম খান ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুম, স্বেচ্ছাসেবক দলের সহ-সমাজসেবা সম্পাদক ফয়সাল আহমেদ পলাশ, সহ-প্রচার সম্পাদক আক্তারুজ্জামান রনি, জেলা যুবদল আহ্বায়ক নাজমুল আলম নাজু, মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল ইমরান সুজন, মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক ইমরান হোসেন, জেলা ছাত্রদল আহ্বায়ক শরীফ নওয়াজ জোহা, মহানগর ছাত্রদল সদস্য সচিব রবিউল ইসলাম রবি, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আল-আমিন এবং মেডিক্যাল কলেজের আহ্বায়ক সদস্য সচিব একরামুল হক।
এস এম জিলানী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমরা কেবলমাত্র ফ্যাসিবাদকে হটিয়েছি। কিন্তু কাঙ্ক্ষিত লক্ষে এখনো পৌঁছাতে পারিনি। সেজন্য আমাদের সবার অবস্থান থেকে ভূমিকা পালন করতে হবে। স্পষ্টভাবে বলতে চাই কোনো ব্যক্তির অপকর্মের দায় দল গ্রহণ করবে না। ইতোমধ্যেই আপনাদের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকে গেছে। আপনাদেরকে প্ররোচিত করছে। প্রলুব্ধ করছে। কিন্তু সাবধান থাকতে হবে। আপনাদের প্রত্যেকটা পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সাথে গ্রহণ করতে হবে। আপনারা বিপথগামী হবেন না। আপনাদের বিপথগামীতার কারণে আপনাদের বহিষ্কার করব, এই কাজটা যেন আমাদের করতে না হয়। কারণ তাতে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমরা এমন কিছু করব না, যাতে দল বিব্রত হবে। তারেক রহমান বিব্রত হবে। প্রিয় নেত্রী বিব্রত হবে। সেজন্য মানুষের কষ্ট হয়, কোনো কাজে মানুষ আঘাত পায়, এ ধরণের কাজ কোনোভাবেই করা যাবে না।’
এস এম জিলানী বলেন, ‘অবৈধ পন্থায় অর্জিত পয়সা দিয়ে বিরানি না খেয়ে বৈধভাবে আয় করে ডালভাত খাব। সেটা অনেক আনন্দের গর্বের। তারেক রহমানের সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণের জন্য কাজ করছেন। তা পুরণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের ঐক্য মজবুত করে আগামী দিনে গণতান্ত্রিকপন্থায় রাষ্ট্রপরিচালনার লক্ষ পূরণ করব। এই লক্ষপূরণে যারাই অপকর্ম করবেন তারা কেউ ছাড় পাবেন না।‘
যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, ‘বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় না। তাই আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত বিএনপির জনপ্রিয়তা ক্ষুণ্ণ হতে পারে এমন কোনো কাজ আমরা করতে পারি না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আপত্তি করার মতোন, বিশৃঙখলা করার মতোন কাজে কিছু নেতাকর্মী জড়িত হয়েছে বলেই আমরা তাদেরকে শাস্তি দিয়েছি। আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন, আমি আমার বিএনপি নেতাকর্মীদের প্রতিটি নেতাকর্মীকে ভালোবাসি। কিন্তু বিএনপির জপ্রিয়তা নষ্ট হতে পারে। এমন কোনো কাজে জড়িত নেতাকর্মীদের ছাড় দিব না। এটা আমাদেরও কথা।’
নুরুল ইসলাম বলেন, ‘দলের নাম ভাঙ্গিয়ে সকল ধরনের অপকর্ম থেকে মুক্ত থাকবেন। এটাই তারেক রহমানের নির্দেশনা। যারা এই নির্দেশনার বাইরে যাবেন তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে। রাষ্ট্র সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক পন্থায় বিএনপির ক্ষমতায় যাওয়ার যে সুযোগ তৈরি হয়েছে তা কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করা যাবে না। একইসাথে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে আশ্রয় প্রশ্রয় দেয়া যাবে না। বিগত ১৬ বছরে যারা মিছিলের শেষ ভাগে ছিলেন তাদেরকে এখন সামনে আনতে হবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা