২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভূরুঙ্গামারীতে মহানবীকে নিয়ে কটূক্তিকারীর বাড়ি ঘেরাও

ভূরুঙ্গামারীতে মহানবীকে নিয়ে কটূক্তিকারীর বাড়ি ঘেরাও - ছবি : নয়া দিগন্ত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় মহানবী হযরত মোহাম্মদ সা: সম্পর্কে কটূক্তি করায় জুবায়ের ইসলাম সাজু (২৪) নামের এক যুবকের বাড়ি ঘেরাও করেছে মুসলিম জনতা।

রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যার দিকে পাথরডুবী ইউনিয়নে দক্ষিণ বাঁশজানি গ্রামে এ ঘটনা ঘটে।

জুবায়ের ইসলাম সাজু দক্ষিণ বাঁশজানী গ্রামের জিল্লুর রহমান ছেলে।

জানা গেছে, সাজু (অবুজ বালক জুবায়ের) নামের একটি ফেসবুক আইডিতে হযরত মোহাম্মদ সা: সম্পর্কে কটূক্তি করে পোস্ট দেয়। তার পোস্টটি ছড়িয়ে পড়লে মুসলিম জনতা ক্ষুব্ধ হয়ে তার বাড়ি ঘেরাও করে।

পুলিশ সূত্র জানিয়েছে, ফেসবুক আইডিটি সাজুর। ধর্মীয় অনুভূতিতে আঘাত করে পোস্ট দেয়ার অভিযোগে সাজুকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে সাজু বলেন, ‘ফেসবুকে কটূক্তির পরে সাজু পোস্টটি মুছে ফেলেন। পরে তিনি ওই আইডি থেকে পোস্ট দেন, আমি অনেক বড় ভুল করেছি, আমাকে সবাই মাফ করে দিবেন। এরপর ওই আইডি থেকে আরেকটি পোস্ট দিয়ে লেখেন, আমি লিখতে চাইছি একটা হয়ে গেছে আর একটা।’

পাথরডুবী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সবুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মহানবী হযরত মোহাম্মদকে সা: কটূক্তি করে সাজু ফেসবুকে একটি পোস্ট দিলে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা কটূক্তিকারী যুবকের বিচারের দাবিতে তার বাড়ি ঘেরাও করে।’

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মুফতি এস এম মনিরুজ্জামান বলেন, ‘মহানবী হযরত মোহাম্মদ সা: সম্পর্কে কটূক্তিকারীর সর্বোচ্চ শাস্তি দাবি করছি। প্রশাসন এই বিষয়ে গাফিলতি করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, ‘সাজুকে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’


আরো সংবাদ



premium cement