আবু সাঈদসহ সব মামলার তদন্তে জাতিসঙ্ঘ কাজ করছে : জনপ্রশাসন সচিব
- সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো
- ১৩ অক্টোবর ২০২৪, ১৮:২৭
আবু সাঈদসহ সব মামলার তদন্তে জাতিসঙ্ঘ কাজ করছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র মোখলেস উর রহমান। তিনি বলেন, অপরাধীদের সাজার ব্যবস্থা করা হচ্ছে। সাজার কাজটা আরো দ্রুত হবে। রোববার রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও তার পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।
মোখলেস উর রহমান বলেন, চৌদ্দজন সচিবকে ওএসডি করা হয়েছে। ওএসডি কোনো সাজা না। তারা বেতন নিয়ে বাড়ি যাবেন। বদলি করা হচ্ছে। এটাও কোনো সাজা না।
এ সময় তার সাথে ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সচিব রেজাউল মাকছুদ জাহেদী, রংপুর বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) আজমল হোসেন, মহানগর পুলিশ কমিশনার মো: মজিদ আলী, ডিসি রবিউল ফয়সালসহ প্রশাসনের কর্মকর্তারা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা