২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সৈয়দপুরে পাজেরোর ধাক্কায় মহিলা নিহত

- ছবি : প্রতীকী

নীলফামারীর সৈয়দপুরে রংপুর-দিনাজপুর মহাসড়কে পাজেরো গাড়ির ধাক্কায় রেহানা ব্গেম (৪৫) নামে এক মহিলা নিহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত ৯টায় সৈয়দপুরের কামারপুকুর ধলাগাছ এলাকায় এ ঘটনা ঘটে।

রেহানা বেগম পাশের দিনাজপুর জেলার চিরিরবন্দরের রানীরবন্দর শাহপাড়ার আব্দুল বারি বাবলুর স্ত্রী।

জানা গেছে, ওই মহাসড়ক পাড়াপাড় হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে দুই ঘণ্টাব্যাপী বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। এতে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকে পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুর ই আলম সিদ্দিকী, সহকারী কমিশনার (এসি, ভূমি) আমিনুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন, কামারপুকুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মুয়ীদ আলাল উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে অবরোধ তুলে নেয়া সক্ষম হয়। পরে পরিবারের কাছে লাশ হস্তান্তর ও দাফনের ব্যবস্থা করা হয়।

সৈফদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে। পরে ইউএনও ও এসি ল্যান্ড স্যারের উপস্থিতিতে সমস্যা সমাধান করা হয়।’

তিনি আরো বলেন, ‘নিহত মহিলার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করে দাফনের নির্দেশ দেয়া হয়েছে।’

তবে এ ব্যাপারে একটি অপমৃত্যুর (ইউডি) মামলা নথিভুক্ত করে রাখা হয়েছে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement
বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৪ হাজার ছাড়াল আমরা মানুষের সম্মিলিত প্রজ্ঞাকে সম্মান করি

সকল