১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১, ৬ রবিউস সানি ১৪৪৬
`

সৈয়দপুরে পাজেরোর ধাক্কায় মহিলা নিহত

- ছবি : প্রতীকী

নীলফামারীর সৈয়দপুরে রংপুর-দিনাজপুর মহাসড়কে পাজেরো গাড়ির ধাক্কায় রেহানা ব্গেম (৪৫) নামে এক মহিলা নিহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত ৯টায় সৈয়দপুরের কামারপুকুর ধলাগাছ এলাকায় এ ঘটনা ঘটে।

রেহানা বেগম পাশের দিনাজপুর জেলার চিরিরবন্দরের রানীরবন্দর শাহপাড়ার আব্দুল বারি বাবলুর স্ত্রী।

জানা গেছে, ওই মহাসড়ক পাড়াপাড় হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে দুই ঘণ্টাব্যাপী বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। এতে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকে পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুর ই আলম সিদ্দিকী, সহকারী কমিশনার (এসি, ভূমি) আমিনুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন, কামারপুকুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মুয়ীদ আলাল উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে অবরোধ তুলে নেয়া সক্ষম হয়। পরে পরিবারের কাছে লাশ হস্তান্তর ও দাফনের ব্যবস্থা করা হয়।

সৈফদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে। পরে ইউএনও ও এসি ল্যান্ড স্যারের উপস্থিতিতে সমস্যা সমাধান করা হয়।’

তিনি আরো বলেন, ‘নিহত মহিলার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করে দাফনের নির্দেশ দেয়া হয়েছে।’

তবে এ ব্যাপারে একটি অপমৃত্যুর (ইউডি) মামলা নথিভুক্ত করে রাখা হয়েছে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement
দুর্গাপূজা : নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে ধর্ম মন্ত্রণালয় চৌগাছায় বৃদ্ধা মাকে মারধর করায় মাদকাসক্ত ছেলে আটক মির্জাগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত সাহিত্যে নোবেল জিতলেন দক্ষিণ কোরিয়ার লেখক হান কাং টাঙ্গাইলে পরিবহন সেক্টরকে দলীয়করণের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীতে কেটে বিক্রি হচ্ছে ইলিশ আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, গণতন্ত্র এখনো পুনঃপ্রতিষ্ঠা করতে পারিনি : নজরুল ইসলাম পিরোজপুরে নিহতদের ৪ জনই নাজিরপুরের একই পরিবারের ‘আ’লীগ তাদের দোসরদের নিয়ে পূজায় ষড়যন্ত্র ও চক্রান্ত করছে’ লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে জেলেনস্কির সাক্ষাৎ মালয়েশিয়ায় বাংলাদেশী শ্রমিককে গলা কেটে হত্যা

সকল