কালীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
- সাব্বির আহমেদ লাভলু, লালমনিরহাট
- ০৯ অক্টোবর ২০২৪, ২১:৪৪
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আরফিনা বেগম (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার মদাতী ইউনিয়নের কিসমত এলাকার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে আরফিনা বেগমের স্বামী সম্রাট মিয়ার সাথে কথা কাটাকাটি হয়। পরে সকালে অন্য ঘরে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। এ সময় পুলিশ গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করে।
এদিকে এ ঘটনার পর থেকে আরফিনা বেগমের স্বামী সম্রাট মিয়া ও তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়েছেন।
গৃহবধূর মামাত ভাই শাহানুর রহমান বলেন, ‘যৌতুকের টাকার দাবিতে তার বোন ও দুলাভাইয়ের মধ্যে দীর্ঘদিন থেকে ঝগড়া বিবাদ হতো, বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিতেন তার দুলাভাই। মঙ্গলবার রাতে তাকে বেধড়ক আঘাত করলে একপর্যায়ে তার বোন মারা যায়। এ ঘটনা ধামাচাপা দেয়ার জন্য তাকে টাঙ্গিয়ে আটকে বাড়ি থেকে সবাই পালিয়ে যায়।’
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, ‘খবর পেয়ে পুলিশ গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে লালমনিরহাট হাসপাতালের মর্গে পাঠায়। পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা