২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সাঈদকে কটাক্ষ করা লালমনিরহাটের সেই ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

সাঈদকে কটাক্ষ করা লালমনিরহাটের সেই ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা - ছবি : নয়া দিগন্ত

বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ আবু সাঈদকে সন্ত্রাসী আখ্যায়িত করা লালমনিরহাটের সদ্য সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির নামে মামলা করেছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের লালমনিরহাটের প্রতিনিধিরা।

বুধবার (৯ আগস্ট) দুপুরে তাহহিয়াতুল হাবিব মৃদুল লালমনিরহাট সদর থানায় একটি মামলা করেন।

তাপসী তাবাসসুম উর্মি লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনারের দায়িত্ব পালন কালে ৫ অক্টোবর তার নিজের ফেসবুক আইডি থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদকে সন্ত্রাসী আখ্যা দেয়া ও ছাত্র জনতার গণঅভ্যুত্থানকে কটূক্তি করা এবং অন্তর্বর্তী সরকারকে হুমকিমুলক পোস্ট করে মানহানি ও রাষ্ট্রদ্রোহিতামূলক অপরাধ করায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র বিন্দুসহ তাহহিয়াতুল হাবিব মৃদুল মামলা করে। আখলাক আলি, সালওয়া হাবিব ধ্রুব ও রুহুল আমিনকে সাক্ষী করে এ মামলা লালমনিরহাট সদর থানায় দায়ের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাট।

মামলার মৃদুল জানায় যে দ্রুত সময়ের মধ্য তাকে চাকরিচ্যুত করে আইনের আওতায় এনে গ্রেফতারের দাবি জানাচ্ছি। এ বিষয়ে সদর থানার অসি আ: কাদের জানায় যে আমরা মামলাটি পেয়েছি এবং উদ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement