০৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১, ২৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

রংপুরে ১২১৫ বোতল ফেনসিডিল উদ্ধার

- ছবি : নয়া দিগন্ত

রংপুরে এক হাজার ২১৫ বোতল ফেনসিডিল ও চার বোতল বিদেশী মদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গোয়েন্দা বিভাগ।

বুধবার রাতে কাউনিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করে সংস্থাটি। এ সময় জব্দ করা হয় করোলা ব্রান্ডের একটি প্রাইভেট কার।

অভিযান পরিচালনাকারী টিমের পরিদর্শক মোজাফফর হোসেন জানান, ‘গোপন সোরসিং করে টার্গেটকৃত করোলা ব্রান্ডের কারটিকে সিগন্যাল দিলে ড্রাইভার পালিয়ে যাওয়ার চেষ্টাকালে একটি নছিমনের সাথে ধাক্কা লাগে। এই সুযোগে ড্রাইভার পালিয়ে যায়। পরে কারটিতে তল্লাশি করে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

পালিয়ে যাওয়া মাদককারবারি রবিউল হাসান রংপুরের গঙ্গাচড়ার জমচওড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

এ ঘটনায় কাউনিয়া থানায় মাদকদ্রব্য অধিদফতরের উপ-পরিদর্শক আলমগীর হোসেন মামলা করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের রংপুর বিভাগীয় গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পরিচালক দিলারা রহমান জানান, ‘রংপুর অঞ্চলের মাদক নির্মূলে আমাদের গোয়েন্দা বিভাগ কাজ করছে। এরই মধ্যে আমরা বড় বড় মাদকের চালান উদ্ধার এবং আসামি গ্রেফতার করেছে।’

মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement