দিনাজপুরে সাবেক মন্ত্রীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
- দিনাজপুর প্রতিনিধি
- ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫০
দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমানের চার দফা জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
সোমবার তার প্রথম জানাযার নামাজ ঢাকায়, দ্বিতীয় জানাযা পার্বতীপুরে, তৃতীয় জানাযা ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে এবং চতুর্থ জানাযার নামাজ গ্রামের বাড়ি জাম গ্রামে অনুষ্ঠিত হয়।
জানাযার আগে ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হয়। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এ সময় ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো: আল কামাল তমাল ও ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে, রোববার রাত ৮টার দিকে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে গলার ক্যান্সারে ভুগছিলেন।
অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ১৯৭৭ সালে বাংলাদেশ আওয়ামী লীগের দিনাজপুর জেলা কমিটির সদস্য, ১৯৮০ সালে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ১৯৯২ সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং ২০১৩ সালে অনুষ্ঠিত কাউন্সিলে তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের প্রতিবাদ করায় ১৩ অক্টোবর ১৯৭৫ সালে সেনা হেফাজতে এবং ১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনের জন্য জেলে পাঠানো হয়।
উত্তরের জেলা দিনাজপুরের প্রবীণ এই রাজনীতিবিদ ৭১ স্বাধীনতার পর ১৯৮৬ সালে প্রথমবার, তারপর ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৯, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে পর পর আট বার অপরাজিত থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দিনাজপুর জেলা আওয়ামী লীগের একমাত্র নেতা যিনি তার রাজনৈতিক জীবনে একবারের জন্যও পরাজিত হননি। তিনি দীর্ঘ প্রায় ৫০ বছর জেলা আওয়ামী লীগের রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন মেয়াদে আওয়ামী লীগ সরকারে থাকাকালীন তিনি বন ও পরিবেশ প্রতিমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির এই সাবেক সদস্য আমৃত্যু দক্ষতার সাথে দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, মরহুম মোস্তাফিজুর রহমান ১৯৫৩ সালের ২৯ নভেম্বর দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার জামগ্রাম গ্রামে জন্মগ্রহণ করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা