বিরল সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক ৫
- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৫৫
দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে এক শিশুসহ পাঁচজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি)।
রোববার (২৯ সেপ্টেম্বর) আটকদের বিরল থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে, শনিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাদের আটক করা হয়।
বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান উল ইসলাম জানান, মেইন সীমান্ত পিলার থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মৌচুষা গ্রামের দীপাপাড়ায় পাঁচজনকে আটক করেন তারা।
আটকরা হলেন দিনাজপুরের খানসামা উপজেলার টাংগুয়া গ্রামের বাসিন্দা প্রভাস চন্দ্র রায়ের ছেলে শ্রী পঞ্চনন চন্দ্র রায় (৩৩), তার স্ত্রী তাপসী রানী রায় (২৮), ৩ বছর বয়সি শিশু দীপ্ত চন্দ্র রায়। এছাড়াও বীরগঞ্জের সুজালপুর গ্রামের পরেশ চন্দ্র রায়ের ছেলে শ্রী তপু চন্দ্র রায় (১৯) এবং রাজশাহী জেলার গোদাগাড়ীর বৃন্দাবনপুর গ্রামের ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জাতির হরেন হেম্রমের মেয়ে পাওলিনা হেম্রম (১৪)।
অবৈধভাবে সীমান্ত পারাপারে দায়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা