৭০ দিন পর খুলল আবাসিক হল, গণরুম বন্ধের ঘোষণা বেরোবি ভিসির
- সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো
- ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৪৪
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নব-নিযুক্ত ভিসি ড. শওকত আলী বলেছেন, ‘৭০ দিন পর আবাসিক হল খুলে দেয়া হয়েছে, হলগুলোতে কোনো গণরুম রাখা হবে না। মেধার ভিত্তিতে আসন বরাদ্দ দেয়া হবে।’
বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় হল খুলে দেয়ার পর প্রতিটি হল পরিদর্শন করেন ভিসি। পরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ভিসি বলেন, ছাত্র আন্দোলনের সময় শেখ মুজিবুর রহমান হলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল সেগুলো সংসস্কার করা হয়েছে। এছাড়াও হলগুলোতে রিডিং রুম, পত্রিকা রুম, লন্ড্রি, ফটোস্ট্যাট মেশিন, দোকানসহ সব ধরনের সুযোগ-সুবিধা দিয়ে শিক্ষার্থীদের হলে উঠানো হয়েছে। এ সময় ২৯ সেপ্টেম্বর থেকে ক্লাস ও পরীক্ষা চালু হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, ছাত্রদের স্পিরিট এবং চাওয়াকে প্রধান্য দিয়েই হলে গণরুম বন্ধ করা হয়েছে। আবাসিক শিক্ষার্থী ছাড়া কেউ হলে থাকতে পারবে না। মেধার ভিত্তিতে আসন দেয়া হবে। এক্ষেত্রে কোনো ছাড় নয়। পরিদর্শনকালে তিনি হলের অবকাঠামো ছাড়াও বিভিন্ন সমস্যার খোঁজ খবর নেন। শিক্ষার্থীদের সাথে কথা বলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা