২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আবু সাঈদ হত্যায় জড়িতদের চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠন

আবু সাঈদ হত্যায় জড়িতদের চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠন - ছবি : নয়া দিগন্ত

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গুলিতে নিহত রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় জড়িত শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিতকরণ ও শাস্তির ধরণ নির্ধারণের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত ভিসি ড. শওকাত আলী তিন সদস্যের এই কমিটি গঠন করে দেন।

কমিটিতে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো: মিজানুর রহমানকে আহ্বায়ক, প্রক্টর ড. মো: ফেরদৌস রহমান সদস্য সচিব ও একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক মো: আমির শরীফকে সদস্য করা হয়েছে।

কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ভিসি ড. শওকাত আলী জানান, কমিটি জড়িত শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, কর্মকর্তাদের চিহ্নিত করে প্রতিবেদন জমা দেয়ার পর সাঈদ হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয় বাদি হয়ে একটি মামলা করবে। এরপর মামলাটি আন্তর্জাতিক আদালতে বিচারের জন্য আবেদন করা হবে। আমাদের উদ্দেশ্য প্রকৃত অপরাধীরা যেন দৃষ্টান্তমূলক শিাস্তি পায়।

এর আগে ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে পুলিশের গুলিতে নিহত হয় আবু সাঈদ। এ ঘটনায় তার পরিবার ১৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন। ওই মামলায় এসআই আমির হোসেন ও কনেস্টবল সুজন চন্দ্র রায়কে গ্রেফতার করেছে পুলিশ। পিবিআই মামলাটি তদন্ত করছে।


আরো সংবাদ



premium cement
ববিতে ‘সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক’ এর যাত্রা শুরু মতামত গ্রহণে ওয়েবসাইট চালু করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন কপ-২৯ সম্মেলনে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র ও এলডিসি’র ‘ওয়াকআউট’ আলোচনায় 'না' ভোট এবং 'ভোট রিকল' হাসানের জোড়া উইকেটের পরও ৩০০ পার করলো ওয়েস্ট ইন্ডিজ খাসিয়াদের বর্ষবিদায় উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ অনুষ্ঠিত শিক্ষার্থীদের বিতর্কিত করে অভ্যুত্থান ব্যর্থ প্রমাণের অপচেষ্টা চলছে : উপদেষ্টা নাহিদ ফরিদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম তালুকদার গ্রেফতার ঢাকাবাসীকে যেকোনো উপায়ে নিরাপদ রাখতে হবে : ডিএমপি কমিশনার স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের দাবির যৌক্তিকতা রয়েছে : ধর্ম উপদেষ্টা বাংলাদেশী অনুপ্রবেশের ইস্যু তুলেও ঝাড়খণ্ডে জিততে পারেনি বিজেপি

সকল