লালমনিরহাটে শহীদ পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা
- সাব্বির আহমেদ লাভলু, লালমনিরহাট
- ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৪১
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লালমনিরহাটের শহীদ পাঁচ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় ও নগদ অর্থ প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখা।
সোমবার সকালে লালমনিরহাটের পুরাতন জেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় জেলার পাঁচ শহীদ পরিবারকে এক লাখ টাকা করে প্রদান করা হয়। এর আগেও ওই পাঁচ পরিবারকে এক লাখ করে টাকা প্রদান করে জামায়াত।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম প্রধান অতিথি হিসেবে মতবিনিময় ও অর্থ প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হালিম বলেন, ‘পরাজিত ফ্যাসিবাদী স্বৈরাচারী আওয়ামী লীগ একেক সময় একেক রূপে দেশের ও দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে লালমনিরহাটের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, জামায়াত আজীবন শহীদ পরিবারের পাশে থাকবেন।
লালমনিরহাট জেলা জামায়াতের সেক্রেটারি মো: আবু তাহেরের সঞ্চালনায় ও জেলা জামায়তের আমির অধ্যাপক মো: আতাউর রহমানের সভাপতিত্বে জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও লালমনিরহাটের পাঁচজন শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা