পুলিশের গুলিতে আহত নয়ন না ফেরার দেশে
- নয়া দিগন্ত অনলাইন
- ২২ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৩১, আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৪৯
প্রায় দেড় মাস শয্যাশয়ী থেকে অবশেষে না ফেরার দেশে চলে গেছেন বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে আহত নয়ন।
রোববার লালমনিরহাটের আদিতমারীর দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণ গোবধা গ্রামে তার লাশ দাফন করা হয়েছে। এর আগে শুক্রবার রাতে ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় তার ইন্তেকাল হয়।
জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে যোগ দিয়ে ৪ আগস্ট ঢাকায় গুলিবিদ্ধ হয়েছিলেন লালমনিরহাটের আদিতমারীর নয়ন ইসলাম (২৬)। প্রায় দেড় মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে তিনি শুক্রবার রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেছেন।
দক্ষিণ গোবধা গ্রামের লোকমান হোসেনের ছেলে ও দুর্গাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের যুবদল সদস্য নয়ন জীবিকার প্রয়োজনে রাজধানীর কাঁঠালবাগানে একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে কেন্দ্রীয় শহিদ মিনার ও রাজধানীর নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে তার দুদফা জানাজা অনুষ্ঠিত হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা