ছাত্র আন্দোলনের সর্বশেষ শহীদের পরিবারকে জামায়াতের অর্থ সহায়তা
- সাব্বির আহমেদ লাভলু, লালমনিরহাট
- ২২ সেপ্টেম্বর ২০২৪, ২১:৪৮
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট ঢাকার কাঁঠালবাগ এলাকায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যালে ভর্তি হন। দীর্ঘ ৪৭ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বশেষ শহীদ মোহাম্মদ নয়ন মিয়া।
রোববার (২২ সেপ্টেম্বর) আদিতমারী উপজেলার দুর্গাপুরে কালিরহাট এলাকায় তার জানাজা সম্পন্ন হয়।
এর আগে গত (১৯ সেপ্টেম্বর) শুক্রবার ঢাকা মেডিক্যালে আইসিইউতে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ নয়ন মিয়ার প্রথম দফা নামাজে জানাজা সম্পন্ন হয়।
শহীদ নয়নের পরিবারকে শান্তনা, আর্থিক সহযোগিতা ও জানাজায় অংশগ্রহণ করার জন্য ঢাকা থেকে ছুটে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
জানাজার নামাজ শেষে শহীদের স্ত্রী আরিফা খাতুনের হাতে নগদ এক লাখ টাকা প্রদান করে তিনি জানান, জামায়াত তাদের সার্বক্ষণিক খোঁজ-খবর রাখবেন এবং আরো এক লাখ টাকা কিছু দিনের মধ্যে দেয়া হবে বলেও জানান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য প্রভাষক আতাউর রহমান, লালমনিরহাট-২ আসনের নমিনি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু স্থানীয় জামায়াত শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা