কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৩২
কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফুল ইসলাম (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ব্যাপারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আরিফুল ওই এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে।
জানা গেছে, শুক্রবার বিকেলে ওই এলাকায় তাদের নিজস্ব রাইস মিলে ধান ভাঙতে বৈদ্যুতিক মোটরের সমস্যা দেখা দেয়। তিনি মোটরের সমস্যা ঠিক করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্বজনরা উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা