ঠাকুরগাঁওয়ে প্রাইভেটকার উল্টে যুবক নিহত, আহত ৬
- ঠাকুরগাঁও প্রতিনিধি
- ২০ সেপ্টেম্বর ২০২৪, ২০:৪৫
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার উল্টে রাইসুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত ও ছয়জন আহত হয়েছেন।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রাণীশংকৈল-নেকমরদ মহাসড়কের পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাইসুল দিনাজপুর সদর থানার শেখপুর এলাকার সোহেল রানার ছেলে।
রাণীশংকৈলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়ন্ত কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, রাণীশংকৈল থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কার দুপুরে নেকমরদ মহাসড়কের পানি উন্নয়ন অফিসে সামনে এলে আচমকা চালক দ্রুতগামী গাড়িটিকে ব্রেক করতে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারান। এ সময় গাড়িটি সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই রাইসুল ইসলাম নামে গাড়ির এক যাত্রী মারা যান। গুরুতর আহত হন গাড়িতে থাকা ছয় যাত্রী। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাদের উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা বলেন, আচমকা চালক দ্রুত গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এতে একজনের মৃত্যু হয়। পারিবারিক কোনো অভিযোগ না থাকায় লাশ পারিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা