লালমনিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- সাব্বির আহমেদ লাভলু, লালমনিরহাট
- ২০ সেপ্টেম্বর ২০২৪, ২০:১২
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পানিতে ডুবে তাসমিয়া হাসান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তুষভান্ডার আরডিআরএস অফিস এলাকায় খালার বাড়িতে বেড়াতে এসে নালার পানিতে ডুবে তার মৃত্যু হয়।
তাসমিয়া হাতিবান্ধা উপজেলার দোলাপাড়া এলাকার খাদেমুল ইসলামের ছেলে।
পরিবার জানায়, তাসমিয়াকে নিয়ে তুষভান্ডার তেলের পাম্প এলাকায় খালার বাড়িতে বেড়াতে আসেন। তাসমিয়া শুক্রবার দুপুরে বাড়ির পাশে নলকূপের নালায় পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা: সাইফুল ইসলাম জানান, শিশু তাসমিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা