২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভূরুঙ্গামারীতে ফিলিং স্টেশনে আগুন

- ছবি : নয়া দিগন্ত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার একটি পেট্রোলপাম্পে স্টেশনে আগুন লেগে ১৫ হাজার লিটার জ্বালানি তেল ও তেল পরিবহনে ব্যবহৃত দু’টি ট্যাংক-লরি পুড়ে গেছে।

বৃহস্পতিবার ভোরে মেসার্স সাহা ফিলিং স্টেশনটিতে এ ঘটনা ঘটে।

ফিলিং স্টেশন ম্যানেজার আসর উদ্দিন বলেন, ‘ট্যাংক-লরি থেকে তেল আনলোড করতে একটি বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করা হয়। ভোরে একটি ট্যাংক-লরি থেকে আরেকটি ট্যাংক-লরিতে তেল ভরার জন্য বৈদ্যুতিক যন্ত্রটি চালু করার সময় শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায়। এ সময় প্রায় সাড়ে ১৫ হাজার লিটার পেট্রোল ও দু’টি ট্যাংক-লরি পুড়ে যায়। এতে আনুমানিক প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বর মোফাজ্জল হোসেন বলেন, ‘ফায়ার সার্ভিসের একটি ইউনিট ফিলিং স্টেশনে পৌঁছে প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ উর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করে নিরূপণ করবেন।


আরো সংবাদ



premium cement