পোরশা সীমান্ত থেকে ২ বাংলাদেশীকে নিয়ে গেল বিএসএফ
- পোরশা (নওগাঁ) প্রতিনিধি
- ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৫:২৬
নওগাঁর নিতপুর সীমান্ত থেকে দুই বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার রাতে পোরশা উপজেলার শিতলীঘাট এলাকার ভড়কাদাঁড়া থেকে তাদের নিয়ে যাওয়া হয়।
আটকরা হলেন নিতপুর শিতলীঘাট বড়পুকুর গ্রামের মইমুদ্দিনের ছেলে সানাউর (৩৫) ও শিতলী গ্রামের সাইফুলের ছেলে সম্ভু (২০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সানাউর ও সম্ভুসহ একটি দল ভারত থেকে গরু নিয়ে আসার জন্য মঙ্গলবার রাতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। গরু নিয়ে আসার সময় ভোর ৪টার দিকে ২৩০ মেইন পিলারের শিতলীঘাট এলাকায় ৬০০ গজ ভারতের অভ্যন্তরে ৮৮ হরিসচন্দ্রপুর ক্যাম্পের বিএসএফের সদস্যরা তাদের ধাওয়া করে।
এ সময় অন্যরা পালিয়ে গেলেও সানাউর ও সম্ভুকে আটক করে ফেলে বিএসএফ। আটকদের হরিসচন্দ্রপুর ক্যাম্পে রাখা হয়েছে।
নিতপুর বিজিবি-১৬ ক্যাম্পের সুবেদার মুনসেদ আলী জানান, এ বিষয়ে তাদের কাছে কেউ অভিযোগ বা যোগাযোগ করেনি। আমরা বিএসএফের সাথে যোগাযোগ করছি। পরে বিস্তারিত জানা যাবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা