উল্লাপাড়ায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
- মো: জাকিরুল হাসান, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)
- ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৫:২৭
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুকুরের পানিতে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।
মঙ্গলবার সকালে উল্লাপাড়া উপজেলা পূর্ণিমাগাতী ইউনিয়নের দহপাড়া গ্রামের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি পূনিমাগাতী ইউনিয়নের বামন ঘিয়ালা এলাকার ইদ্রিস আলীর ছেলে আশরাফ আলী (৩৫)।
সূত্রে জানা গেছে, আশরাফ আলী গত তিন দিন আগে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। পরিবারের লোকেরা পরে আত্মীয়ের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পায়নি। মঙ্গলবার সকালে পূনিমাগাতী ইউনিয়নের দহপাড়া গ্রামের পুকুরে অজ্ঞাত ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে উল্লাপাড়া থানা পুলিশ। পরে পরিবারের সদস্যরা লাশটি আশরাফ আলীর বলে শনাক্ত করে।
উল্লাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রকিব হাসান জানান, পুকুরে লাশ ভেসে থাকার খবর পেলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি।
তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ বেগম ফজিলাতুন্নেসা মুজিব ২৫০ শয্যা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। পরবর্তীতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা