নাটোরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্বামী নিহত, স্ত্রী আহত
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪১
নাটোরের গুরুদাসপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে হারেজ আলী নামে এক কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার স্ত্রী ওলেদা বেগম।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বৃ-চাপিলা গুচ্ছ গ্রামে এই ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত হারেজ আলী ওই গ্রামের বাসিন্দা।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বৃ-চাপিলা গুচ্ছ গ্রামের একদল যুবক হারেজ আলীর বাড়িতে ঢুকে মালামাল চুরি করার চেষ্টা করে। এ সময় হারেজ আলী ও তার স্ত্রী ওলেদা বেগম টের পেয়ে বাধা দেয়ার চেষ্টা করেন। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গেলে দুর্বৃত্তরা হারেজ আলী ও তার স্ত্রী ওলেদা বেগমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই হারেজ আলীর মৃত্যু হয়। ওলেদা বেগমকে আহতাবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে মনিরুল, মাসুদ ও সুমন নামে তিনজনকে আটক করেছে বলে জানান ওসি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা