'শ্রম আইন সংস্কার করে শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করতে হবে'
- বগুড়া অফিস
- ১৬ সেপ্টেম্বর ২০২৪, ২২:৪৮
সরকারের অন্যান্য সেক্টরের মতো শ্রম আইন সংস্কার করে শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করতে হবে। নইলে গণবিপ্লবের স্বপ্ন পূর্ণাঙ্গ সফল হবে না। হবে না বৈষম্য দূর। সেই সাথে শ্রম মন্ত্রনালয়ের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে স্বৈরচার পতন আন্দোলনে হতাহতদের পূনর্বাসন ও চিকিৎসা সহায়তা করতে হবে।
সোমবার বগুড়ার শাজাহানপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া পূর্ব জেলা শাখার আয়োজনে ফকির আব্দুর রহমান মিলনায়তনে অনুিষ্ঠত ট্রেড ইউনিয়নের প্রতিনিধি সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।
বগুড়া পূর্ব জেলা শাখার সভাপতি মো: নুরুল হুদার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মো: গোলাম রব্বানী।
জেলা সেক্রেটারি আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে রাখেন বাংলাদেশ সরকারের শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রানালয়ের শ্রমিক প্রতিনিধি এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ অধ্যাপক আব্দুল মতিন ও অ্যাডভোকেট আলমগীর হোসেন, বগুড়া জেলা পূর্ব জামায়াতের আমির অধ্যাপক নাজিমউদ্দীন, নায়েবে আমির অধ্যাপক আব্দুল বাছেদ, শ্রমিক নেতা আবুল কালাম আজাদ, বীরমুক্তিযোদ্ধা এনামুল হক মণ্ডল,বগুড়া পূর্ব জেলা শিবিরের সভাপতি জোবায়ের আহমেদ, শাজাহানপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল লতিফ, শ্রমিক নেতা তারেক রহমান, আলমগীর হোসেন, সাখাওয়াত হোসেন, শাহাদৎ হোসেন, আতিকুল ইসলাম, নূরুল আমিন, তারিকুল ইসলাম প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা