১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

সিরাজগঞ্জে নদীতীর সংরক্ষণ এলাকায় ভাঙন

- ছবি : নয়া দিগন্ত

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাই পুরাতন বাধ এলাকাতে যমুনা নদীর ভাঙন ও নদীতলদেশে ঘূর্ণাবর্তের ফলে যমুনার ডানতীর রক্ষা বাধের প্রায় ৭০ মিটার এলাকা নদীগর্ভে চলে গেছে।

গত শনিবার রাতে ভাঙন শুরু হয়। আস্তে আস্তে ভাঙতে ভাঙতে সোমবার সকাল পর্যন্ত তিন দিনে উপজেলার মেঘাই পুরাতন বাধের প্রায় ৭০ মিটার এলাকা নদীতে বিলীন হয়। এতে নদী তীরবর্তী এলাকার মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক বিরাজ করে।

খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা ভাঙন নিয়ন্ত্রণের জন্য নদীর ভাঙন এলাকায় সিনথেটিক জিওব্যাগ ডাম্পিং করতে থাকে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: মোখলেসুর রহমান জানান, ‘পানি কমতে থাকলেও নদীতে প্রবল স্রোত রয়েছে। স্রোতের কারণে বাধের নিচের অংশ থেকে মাটি সরে গিয়ে ভাঙন শুরু হয়েছে। আনুমানিক ৭০ মিটার এলাকা এরই মধ্যে ধসে গেছে।

তিনি বলেন, খবর পেয়ে আমরা সাথে সাথে ঘটনাস্থলে যাই। আমাদের সাথে সেনাবাহিনীর সদস্যরাও আছেন। ভাঙন প্রতিরোধে বালিভর্তি জিওব্যাগ ডাম্পিং করা হচ্ছে। এরই মধ্যে ভাঙন অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে।


আরো সংবাদ



premium cement