২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় বর নিহত

আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় বর নিহত - ছবি : নয়া দিগন্ত

শুক্রবার বিয়ে করেছেন সাজেদুর রহমান (২৪)। শনিবার বাড়িতে বিয়ের বৌভাত অনুষ্ঠানের রান্না চলছে। গরু-খাসি জবাই করে চলছে দুই শতাধীক লোকজনের খাবার আয়োজন। গ্রাম জুড়েই বইছে বিয়ের আনন্দ।

কিন্তু একটি খবরে নিমিশের মধ্যেই বিয়ের আনন্দ বিষাদে পরিণত হয়ে গেল। বৌ-ভাত অনুষ্ঠানের দই-মিষ্টি নিয়ে ফেরার পথে ভ্যানের সাথে মোটরসাইকেলের ধাক্কায় নতুন বর সাজেদুর রহমান নিহত হন।

একইসাথে আহত হয়েছেন সাজেদুরের ভগ্নিপতি মিশন রহমান। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নিহত সাজেদুর নওগাঁর আত্রাই উপজেলার নন্দনালী গ্রামের আজাদুল প্রামানিকের ছেলে। শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টা নাগাদ উপজেলার শুটকিগাছা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আত্রাই থানার পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান নিহত সাজেদুরের পরিবারের বরাদ দিয়ে জানান, সাজেদুর পেশায় একজন মাইক্রো চালক ছিলেন। তিনি ঢাকায় মাইক্রো চালাতেন।

শুক্রবার আনুষ্ঠানিকভাবে খালাতো বোনকে বিয়ে করেন সাজেদুর। শনিবার বৌ-ভাত অনুষ্ঠানের আয়োজন চলছিল। সেই অনুষ্ঠানের দই-মিষ্টি নিতে বাড়ি থেকে ভগ্নিপতি মিশন রহমান ও রতনকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে ভবানীপুর বাজারে যান। সেখানে দই-মিষ্টি নিয়ে ভগ্নিপতি রতনকে ভ্যানে তুলে দিয়ে মোটরসাইকেলযোগে মিশনসহ বাড়ির পথে রওনা দেন সাজেদুর। পথিমধ্যে শুটকি গাছা বাজার এলাকায় পৌঁছলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে আত্রাই হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সাজেদুরকে মৃত্যু ঘোষণা করেন।

আত্রাই হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তারিকুল ইসলাম বলেন, সাজেদুরকে আমরা মৃত্যু অবস্থায় পেয়েছি। এছাড়া তার ভগ্নিপতি মিশনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান আরো জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে দুর্ঘটনার বিষয়টি আমাদেরকে জানানো হয়েছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।


আরো সংবাদ



premium cement
গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে ব্রিজ থেকে পড়ে নদীতে, নিহত ৩ গাজীপুরে বেক্সিমকো শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধ ছাত্র সংঘর্ষ ও শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় জামায়াতের উদ্বেগ মালয়েশিয়া ভ্রমণকারীদের জন্য সুখবর দিলো দেশটির সরকার আইএলও বাংলাদেশকে ৩ মিলিয়ন ইউরো দেবে মাঠে নামার আগেই ইনিংস ঘোষণা বাংলাদেশের একনেকে ৬ হাজার কোটি টাকার ৫ প্রকল্পের অনুমোদন ভোটাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস নোয়াখালীতে সিএনজি-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত ইউক্রেনকে স্থলমাইন সরবরাহের যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের নিন্দা গুতেরেসের

সকল