নাটোরে প্যানেল মেয়রের বাসা থেকে অস্ত্র উদ্ধার, ভাইস চেয়ারম্যান গ্রেফতার
- নাটোর প্রতিনিধি
- ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৭:২৩, আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০৯
নাটোর পৌরসভার ছয়বার নির্বাচিত কাউন্সিলর ও এক নম্বর প্যানেল মেয়র আরিফুল ইসলাম মাসুমের বাসায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। এছাড়া নাটোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম সুমনকে আটক করা হয়েছে।
রোববার ভোররাতে শহরের নিচাবাজার এলাকায় মাসুমের বাড়িতে এ অভিযান চালানো হয়।
অভিযানে তিনটি চাইনিজ টিপ চাকু, ২৫ রাউন্ড শটগানের তাজা বারুদ, তিন রাউন্ড খালি খোসা, চারটি অস্ত্রের স্কোপ, তিনটি অস্ত্রের বাট ও একটি গুলতি উদ্ধার করা হয়।
এ সময় মাসুমের ছোটভাই জিল্লুর রহমান সবুজ ও তার অপর ভাই নাটোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম সুমনের স্ত্রী খন্দকার শামস জেসমিন কেয়াকে আটক করে যৌথ বাহিনী। পরে রোববার সকালে নাটোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম সুমন নিজেই নাটোর সদর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান রোববার বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। শুধুমাত্র নাটোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম সুমনের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে। অপর দু’জনের কোনো সংশ্লিষ্টতা না পাওয়ায় তাদের ছেড়ে দেয়া হয়েছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা