২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সিরাজগঞ্জে দুর্ঘটনায় জামায়াত নেতাসহ নিহত ৬

সিরাজগঞ্জে দুর্ঘটনায় জামায়াত নেতাসহ নিহত ৬ - নয়া দিগন্ত

সিরাজগঞ্জে মাইক্রোবাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। রোববার (৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় নলকা-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কের এসিআই কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়ন জামায়াতের সভাপতি প্রভাষক নুরুজ্জামান (৫২), তার বড় ভাই মোহাম্মদ তারেক (৫৮), একই গ্রামের বাসিন্দা রেজাউল করিম (৪৮), তার বড় ভাই আব্দুল মজিদ (৫৫), জাহাঙ্গীর আলম (৫৮) ও রায়গঞ্জ উপজেলার ব্রহ্ম বয়রা গ্রামের সিএনজি চালক রাশিদুল ইসলাম। এদের মধ্যে প্রথম ৫ জনের বাড়ি তাড়াশ উপজেলার ভাটরা গ্রামের।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুই পরিবারের ৪ ভাই ঘটনাস্থলেই নিহত হন। চালকসহ অপর একজন সিরাজগঞ্জ শহিদ এম মুনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।

নিহতদের পরিবার জানায়, তারা অফিসিয়াল কাজে সিএনজিযোগে বাড়ি থেকে সিরাজগঞ্জ জেলা সদরে যাচ্ছিলেন। এ সময় ওই স্থানে সিএনজি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাদের চাপা দিলে তারা নিহত হন। ঘটনার পরপরই সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এসে নিহতদের লাশ উদ্ধার করে।

এ প্রসঙ্গে কামারখন্দ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো: রেজাউল করিম বলেন, লাশ উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। সেখান থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় শোক জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির শাহিনুর আলম, সেক্রেটারি জাহিদুল ইসলাম, তাড়াশ উপজেলা আমির খ ম সাকলাইনসহ আরো অনেক।


আরো সংবাদ



premium cement
মধ্যাহ্নভোজের আগে ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট তুলে নিলো বাংলাদেশ সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলবে কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে নারীর নিহত জামায়াতের সাথে ইইউ অন্তর্ভূক্ত ৮টি দেশের প্রতিনিধিদের বৈঠক মনিরামপুরে শ্রমিক দলের সভাপতির উপর হামলা ‘যৌক্তিক সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচন চায় বিএনপি’ দেশব্যাপী দীর্ঘস্থায়ী শ্বাসজনিত রোগে ভুগছে ৬৫ লাখ মানুষ গ্রেড-১ এ পদোন্নতি পেলেন প্রাণিসম্পদ অধিদফতরের ডিজি ডা. রেয়াজুল হক ‘বড় কোনো পরিকল্পনা না থাকলে এক দিনে এতগুলো ঘটনা ঘটতো না’ জুলুমের দায়ে মতিউর রহমান ও মাহফুজ আনামকে পদত্যাগ করতে হবে : হেফাজত আমির স্বর্ণের দাম ভরিতে ১,৮৯০ টাকা কমেছে

সকল