২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মোহাম্মদ আবু সুফিয়ান আরএমপির নতুন কমিশনার

মোহাম্মদ আবু সুফিয়ান - ছবি : সংগৃহীত

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩২তম পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ আবু সুফিয়ান। শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

এ সময় আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা নবনিযুক্ত কমিশনারকে স্বাগত জানান।

পরে বেলা ১১টায় পুলিশলাইন্স ড্রিল সেডে আরএমপির বিশেষ কল্যাণসভায় যোগ দেন তিনি। এতে সভাপতিত্ব করেন আরএমপির নতুন কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

সভায় তিনি পুলিশের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো যথাযথভাবে প্রতিপালনে নির্দেশনামূলক বক্তব্য দেন। এছাড়া তিনি পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, ন্যায়-নিষ্ঠা ও সততার সাথে জনবান্ধব পুলিশিং করার নির্দেশনা দেন।

এরআগে কল্যাণ সভায় পুলিশ কনস্টেবল থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশ কমিশনারের কাছে কল্যাণমূলক বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন। পুলিশ কমিশনার প্রস্তাবনাগুলো শোনেন এবং তা পর্যালোচনা করে বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন বলে জানান।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: রশীদুল হাসান, পিপিএম ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম ও আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ অন্য পুলিশ সদস্যবৃন্দ ও সিভিল স্টাফরা।

মোহাম্মদ আবু সুফিয়ান ফেনীর একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তিনি ২০০৩ সালে ঢাকা কলেজ থেকে এমএ ও ২০১৬ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগে এমপিএ ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৯৮ সালে ১৭তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন। আরএমপিতে যোগদানের আগে তিনি ট্যুরিস্ট পুলিশে ঢাকায় কর্মরত ছিলেন।


আরো সংবাদ



premium cement
মধ্যাহ্নভোজের আগে ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট তুলে নিলো বাংলাদেশ সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলবে কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে নারীর নিহত জামায়াতের সাথে ইইউ অন্তর্ভূক্ত ৮টি দেশের প্রতিনিধিদের বৈঠক মনিরামপুরে শ্রমিক দলের সভাপতির উপর হামলা ‘যৌক্তিক সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচন চায় বিএনপি’ দেশব্যাপী দীর্ঘস্থায়ী শ্বাসজনিত রোগে ভুগছে ৬৫ লাখ মানুষ গ্রেড-১ এ পদোন্নতি পেলেন প্রাণিসম্পদ অধিদফতরের ডিজি ডা. রেয়াজুল হক ‘বড় কোনো পরিকল্পনা না থাকলে এক দিনে এতগুলো ঘটনা ঘটতো না’ জুলুমের দায়ে মতিউর রহমান ও মাহফুজ আনামকে পদত্যাগ করতে হবে : হেফাজত আমির স্বর্ণের দাম ভরিতে ১,৮৯০ টাকা কমেছে

সকল