১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

মোহাম্মদ আবু সুফিয়ান আরএমপির নতুন কমিশনার

মোহাম্মদ আবু সুফিয়ান - ছবি : সংগৃহীত

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩২তম পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ আবু সুফিয়ান। শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

এ সময় আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা নবনিযুক্ত কমিশনারকে স্বাগত জানান।

পরে বেলা ১১টায় পুলিশলাইন্স ড্রিল সেডে আরএমপির বিশেষ কল্যাণসভায় যোগ দেন তিনি। এতে সভাপতিত্ব করেন আরএমপির নতুন কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

সভায় তিনি পুলিশের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো যথাযথভাবে প্রতিপালনে নির্দেশনামূলক বক্তব্য দেন। এছাড়া তিনি পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, ন্যায়-নিষ্ঠা ও সততার সাথে জনবান্ধব পুলিশিং করার নির্দেশনা দেন।

এরআগে কল্যাণ সভায় পুলিশ কনস্টেবল থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশ কমিশনারের কাছে কল্যাণমূলক বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন। পুলিশ কমিশনার প্রস্তাবনাগুলো শোনেন এবং তা পর্যালোচনা করে বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন বলে জানান।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: রশীদুল হাসান, পিপিএম ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম ও আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ অন্য পুলিশ সদস্যবৃন্দ ও সিভিল স্টাফরা।

মোহাম্মদ আবু সুফিয়ান ফেনীর একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তিনি ২০০৩ সালে ঢাকা কলেজ থেকে এমএ ও ২০১৬ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগে এমপিএ ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৯৮ সালে ১৭তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন। আরএমপিতে যোগদানের আগে তিনি ট্যুরিস্ট পুলিশে ঢাকায় কর্মরত ছিলেন।


আরো সংবাদ



premium cement
এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে হামলা সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন : প্রধান উপদেষ্টা কে হবে মিয়ানমারের আগামীর নীতিনির্ধারক ফ্যাসিবাদীরা বিদেশে অর্থ পাচার করে অর্থনীতি ধ্বংস করেছে : সেলিমা রহমান নোবিপ্রবির সাথে চীনের শিহেজী বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর মতিউরের স্ত্রী কানিজ কারাগারে, রিমান্ড শুনানি ১৯ জানুয়ারি মহেশখালীতে প্রেমঘটিত দ্বন্দ্বে যুবক খুন নাটোরে অগ্নিসংযোগের মামলায় দুলুসহ ৯৪ খালাস ক্রিড়া মন্ত্রণালয় ফ্যাসিবাদমুক্ত হওয়া উচিৎ : নূরুল ইসলাম বুলবুল ব্রাজিলের বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম বিএনপি নেতা শামীমকে শোকজ, সন্তোষজনক ব্যাখ্যা না দিলে শাস্তি

সকল