রাবিতে প্রক্টর ও পরীক্ষা নিয়ন্ত্রকসহ ৪ হলে প্রাধ্যক্ষ নিয়োগ
- রাবি প্রতিনিধি
- ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০২
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রক্টর, পরীক্ষা নিয়ন্ত্রক ও চারটি আবাসিক হলে প্রাধ্যক্ষ নিয়োগ দেয়া হয়েছে। ভিসি প্রফেসর ড. মো: সালেহ হাসান নকীব এ নিয়োগ দেন।
শনিবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. শেখ সা’দ আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।
প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান। পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: হাসনাত কবীর।
এছাড়াও মতিহার হলের প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো: ছামিউল ইসলাম সরকার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জামিরুল ইসলাম, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের প্রাধ্যক্ষ ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. লাভলী নাহার ও শহীদ হবিবুর রহমান হলের প্রাধ্যক্ষ হিসেবে ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো: বায়তুল মোকাদ্দেছুর রহমানকে নিয়োগ দেয়া হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত প্রক্টর ও প্রাধ্যক্ষরা ৭ সেপ্টেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দায়িত্ব পালন করতে বলা হয়েছে। দায়িত্ব পালনকালে তারা প্রত্যেকে মাসিক ৬ হাজার টাকা হারে সম্মানী পাবেন।
নবনিযুক্ত প্রক্টর ও প্রাধ্যক্ষরা ইতোমধ্যে নিজ নিজ দায়িত্বে যোগ দিয়েছেন। তারা দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা