২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রাবির নতুন জনসংযোগ প্রশাসক ও ছাত্র উপদেষ্টা

রাবির নতুন জনসংযোগ প্রশাসক ও ছাত্র উপদেষ্টা - ছবি : নয়া দিগন্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জনসংযোগ দফতরের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার। এছাড়া নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: আমিরুল ইসলাম কনক।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সা’দ আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

অধ্যাপক আখতার হোসেন কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে ১৯৮৮ সালে এসএসসি ও ১৯৯০ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৩ সালে স্নাতক ও ১৯৯৪ সালে স্নাতকোত্তর পাশ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ২০১৪ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। গ্রামীণ উন্নয়ন, মানবিক আচরণ, কাউন্সেলিং, সামাজিক কাজের পেশাদারীকরণ হলো গবেষণায় তার প্রধান আগ্রহের বিষয়।

২০০৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরে ২০০৬ সালে সহকারী অধ্যাপক, ২০১৫ সালে সহযোগী অধ্যাপক ও ২০২২ সালে অধ্যাপক পদে উন্নীত হন।

এছাড়া, নতুন ছাত্র উপদেষ্টা হওয়া ড. আমিরুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে ২০১৩ সালে ওই বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরের বছর সহকারী অধ্যাপক এবং ২০২০ সালে সহযোগী অধ্যাপক পদে উন্নীত হন।

তিনি দেশী-বিদেশী নামকরা নানা জার্নালে এবং বইয়ের অধ্যায়ে বেশ কয়েকটি গবেষণাপত্র প্রকাশ করেছেন এবং লোক-সংস্কৃতি, ইতিহাস, সাহিত্য এবং দর্শনের ওপর বিভিন্ন ফোরামে অংশগ্রহণ করেছেন। তিনি বিভিন্ন অ্যাকাডেমিকের পাশাপাশি গবেষণাভিত্তিক গবেষণাপত্রও উপস্থাপন করেছেন। তিনি স্থানীয় ইতিহাস, আদিবাসী, সমাজ, সংস্কৃতি এবং দর্শনের ভিত্তিতে একজন কবি, ছোটগল্প এবং কথাসাহিত্যিক হিসেবে সমাদৃত।


আরো সংবাদ



premium cement
লাখ টাকার প্রলোভনে শাহবাগে এত লোক কীভাবে এলো? কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু হিজবুল্লাহ কমান্ড সেন্টারে ইসরাইলি হামলা রাজশাহীতে প্রথম আলো পত্রিকায় আগুন ও সাইনবোর্ড ভাঙচুর রোহিঙ্গাদের আশ্রয়স্থলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে : পররাষ্ট্র সচিব আড়াইহাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৬ শ্রম সংস্কারে অন্তর্বর্তী সরকারের অগ্রগতিতে মার্কিন প্রতিনিধিদলের প্রশংসা আইপিএলে রেকর্ড গড়লেন ১৩ বছর বয়সী বৈভব সিলেটে ট্রাক ও বাসচাপায় নিহত ২ মানিকগঞ্জে প্রলোভন দেখিয়ে শাহাবাগে লোক নেয়ার মূলহোতা দবিরসহ আটক ৫ মধ্যাহ্নভোজের আগে ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট তুলে নিলো বাংলাদেশ

সকল