নওগাঁয় বজ্রপাতে কলেজছাত্র ছেলে নিহত, বাবা আহত
- মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা
- ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫০
নওগাঁর মহাদেবপুরে বজ্রপাতে নয়ন কুমার (২০) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় তার বাবা ভবেশ চন্দ্র (৫০) গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত নয়ন কুমার উপজেলার খাজুর ইউপির মধুবন গ্রামের ভবেশ চন্দ্রের ছেলে ও নওগাঁ সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, এদিন সকালে বাড়ির অদূরে কৃষি জমি থেকে বাবার সাথে লাল শাক তুলতে যান নয়ন। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলে শাক বাড়িতে রেখে বাবাকে নিতে মাঠে যান। সে সময় হটাৎ বজ্রপাত ঘটলে জ্ঞান হারিয়ে দুজনেই মাঠের মধ্যে পড়ে থাকেন।
খবর পেয়ে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক নয়ন কুমারকে মৃত ঘোষণা করেন এবং বাবা ভবেশ চন্দ্রকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন।