১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

এনায়েতপুরে নিহত তিন আন্দোলনকারীর পরিবারকে ৬ লাখ টাকা দিলো জামায়াত

- ছবি : নয়া দিগন্ত

সিরাজগঞ্জের এনায়েতপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত তিন শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ।

বৃহস্পতিবার সকালে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাও. রফিকুল ইসলাম খান খুকনী ঝাউপাড়া গ্রামের ইয়াহিয়া, গোপরেখী গ্রামের হাফেজ সিয়াম হোসেন ও মাধবপুর মহল্লার কলেজছাত্র সিহাব হোসেনের পরিবারের হাতে নগদ দুই লাখ করে ছয় লাখ টাকা তুলে দেন।

এ সময় সিরাজগঞ্জ জেলা আমির অধ্যক্ষ মাওলানা শাহীনূর আলম, জেলা নায়েবে আমির মো: আলী আলম, জেলা নায়েবে আমির মাওলানা আব্দুস সালাম, জেলা সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, বেলকুচি উপজেলা আমির আরিফুল ইসলাম সোহেল, এনায়েতপুর থানা জামায়াতের আমির ডা. সেলিম রেজা, এনায়েতপুর থানা জামায়াতের সেক্রেটারি ডা. মোফাজ্জল হোসেন, জামায়াত নেতা রফিকুল্লাহ খন্দকার ও প্রবীণ শিক্ষক আব্দুল মতিন উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement