বিএনপিকর্মী হত্যায় শেখ হাসিনাসহ ২৬০ জনের বিরুদ্ধে মামলা
- পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা
- ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৫
রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে বিএনপিকর্মী মজির উদ্দিনকে হত্যার অভিযোগে শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ২৬০ জনের বিরুদ্ধে পুঠিয়া থানায় মামলা হয়েছে।
বুধবার রাত ৯টার দিকে নিহতের স্ত্রী হাছুফা খাতুন মামলাটি দায়ের করেন। মামলায় ১৭৮ জনের নাম উল্লেখসহ বাকি ৮২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
জানা গেছে, ২০১৫ সালের ৫ জানুয়ারি গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে বানেশ্বর বাজারে ২০ দলীয় জোটের সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ ভণ্ডুল করতে নির্বিচারে গুলি চালায় পুলিশ ও আ.লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এতে ঘটনাস্থলে বিএনপি কর্মী মজির উদ্দিন মারা যান।
মজির উদ্দিন চারঘাট উপজেলার মাড়িয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
মজির উদ্দিনের ছেলে মাসুদ রানা জানায়, ঘটনার পর কয়েকবার পুঠিয়া থানায় মামলা করতে আসি। কিন্তু তখন মামলা নেয়নি পুলিশ। তাই মামলা দেরি হলো।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, ‘থানায় বিএনপিকর্মী মজির উদ্দিন হত্যা মামলা হয়েছে থানায়।’
আসামিদের খুব দ্রুত গ্রেফতার করা হবে বলেও জানান ওসি।