২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ছাত্র আন্দোলনে ৪ শহীদ পরিবারে নাটোর জামায়াতের সহয়তা

ছাত্র আন্দোলনে ৪ শহীদ পরিবারে নাটোর জামায়াতের সহয়তা - ছবি : নয়া দিগন্ত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাতবরণকারী চার শহিদ পরিবারের মধ্যে প্রত্যেককে এক লাখ করে টাকা আর্থিক অনুদান দিয়েছে নাটোর জেলা জামায়াতে ইসলামী।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে নাটোর শহরের বিভিন্ন এলাকায় শহীদ পরিবারের প্রত্যেককের বাড়ি বাড়ি গিয়ে তাদের পরিবারের আর্থিক সহয়তা তুলে দেন জেলা জামায়াতের আমির ড. মীর নূরুল ইসলাম ও জেলা জামায়াতের নেত্রীবৃন্দ।

চার শহীদরা হলেন নাটোর শহরের বড়গাছা এলাকার শরিফুল ইসলাম মোহন, মল্লিকহাটি এলাকার ইয়াসিন আলী, বউ বাজার এলাকার মেহেদি হাসান রবিন ও নাটোর সদর উপজেলার তালতলা হাফরাস্তা এলাকার শাওন খান সিয়াম।

অনুষ্ঠানের নাটোর জেলা জামায়াতের আমির ড. মীর নূরুল ইসলাম বলেন, বাংলাদেশে একটা জালিম সরকার দীর্ঘ সময় ধরে জুলুম চালিয়েছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে এবং মানুষের স্বাধীনতাও কেড়ে নিয়েছে। দেশটাকে পরাধীন করার জন্য এখনো ষড়যন্ত্র করে চলেছে। মানুষ ক্ষিপ্ত ও ছাত্ররা সহ্য করতে না পেরে সকলে মিলে এ সরকারকে বিদায় দেয়ার জন্য রাস্তায় নেমেছিল। এ আন্দোলনে যারা জীবন দিয়ে বাস্তবায়ন করেছেন তারা শহিদ বলে দাবি করেন আমির।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন স্থানের মতো নাটোরেও শাহাদাতবরণ করেন। প্রতিটি পরিবারকে এক লাখ টাকা করে সহয়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির ড. মীর নূরুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক মো: সাদেকুর রহমান, জেলা নায়েবে আমির অধ্যাপক ইউনুস আলী, জেলার প্রচার সম্পাদক মো: আতিকুল ইসলাম রাসেল, শহর আমির মো: রাসেদুল ইসলাম ও শহর সেক্রেটারি অধ্যাপক ফজলুর রহমান প্রমুখ।


আরো সংবাদ



premium cement