২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সমন্বয়কদের আল্টিমেটামে পদত্যাগ করলেন রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. তারিকুল হাসান

সমন্বয়কদের আল্টিমেটামে পদত্যাগ করলেন রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. তারিকুল হাসান - ছবি : নয়া দিগন্ত

নানা অভিযোগ এনে সোমবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. তারিকুল হাসানকে পদত্যাগ করার আল্টিমেটাম দিয়েছে রাবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এতে তারা সকাল ১১টা পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়। পরে বেঁধে দেয়া সময়ের আগেই তিনি পদত্যাগ করছেন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ভিসি দফতরের ডেপুটি রেজিস্ট্রার নারায়ণ চন্দ্র বর্মণ।

তিনি বলেন, আজ সকাল ১০টায় ব্যক্তিগত কারণ দেখিয়ে ভিসি দফতর বরাবর পদত্যাগ পত্র জমা দেন রেজিস্ট্রার তারিকুল হাসান। আজ বিকেল ৩টায় একটি মিটিং আছে। মিটিং শেষে আমরা সাংবাদিকদের এ বিষয়ে জানিয়ে দেব।

এ বিষয়ে জানার জন্য সদ্য সাবেক রেজিস্ট্রার অধ্যাপক ড. তারিকুল হাসানের ফোনে একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. অবাইদুর রহমান প্রামাণিক বলেন, আমি এখনো পদত্যাগপত্র পাইনি। তবে তিনি পদত্যাগ করেছেন, সেটি শুনেছি।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ক্লাস চালু করার বিষয়ে উদ্যোগ নিতে এক সপ্তাহের বেশি সময় ধরে চেষ্টা করেও ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে ফোনে পায়নি রাবির সমন্বয়ক পরিষদ। এছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শিক্ষকদের সাথে যোগাযোগ করে জানা গেছে, পেছনের তারিখে বেশকিছু গুরুত্বপূর্ণ নথিপত্রে স্বাক্ষর করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ফলে আজ বেলা ১১টার মধ্যে পদত্যাগের জন্য আল্টিমেটাম দেয় রাবির সমন্বয়ক পরিষদ। পরে আজ সকাল ১০টায় পদত্যাগ করেন রেজিস্ট্রার অধ্যাপক ড. তারিকুল হাসান।

 


আরো সংবাদ



premium cement
ঘোষণা দিয়ে মোল্লা কলেজে পাল্টা হামলা আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধনে নতুন বিধান বাংলাদেশ শ্রম আইন ব্যাপক সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ বড় পরিকল্পনা না থাকলে একদিনে এত ঘটনা ঘটত না : তথ্য উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির কোনো মতপার্থক্য নেই পৃথক বিচার বিভাগীয় সচিবালয় স্থাপনে দ্বৈত শাসনের অবসান হবে ফলোঅন স্বস্তির পর বাংলাদেশের ইনিংস ঘোষণা শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের ইসকন নেতা চিন্ময়কৃষ্ণ ব্রহ্মচারীকে বিমানবন্দর থেকে গ্রেফতার ব্যাটারির অটোরিকশা চলতে পারবে ঢাকা মহানগরে শ্রীলঙ্কা, কেনিয়া ও বাংলাদেশ বিদ্যুৎ চুক্তি খতিয়ে দেখায় দুশ্চিন্তায় আদানি

সকল