২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

৮ বছর আগে গুম হওয়া গাফ্ফারের অপেক্ষায় পরিবার

৮ বছর আগে গুম হওয়া গাফ্ফারের অপেক্ষায় পরিবার - ছবি : নয়া দিগন্ত

গত ২০১৬ সালের ৪ ডিসেম্বর, মা সালেহা খাতুনকে হাসপাতালে চিকিৎসা করিয়ে বাসায় ফিরে মায়ের সাথেই খাওয়া-দাওয়া করেন আবদুর গাফফার পিয়াস। খাওয়া শেষ করেই ভাইকে সহযোগিতা করতে ভাইয়ের দোকানে বসেন। দুপুরে আড়াইটার দিকে কয়েকজন লোক সাদা পোশাকে এসেই তার মোবাইল কেড়ে নেয় এবং বাইরে‌ যেতে বলে। বাহিরে যাওয়ার সাথে সাথেই সাদা মাইক্রোবাসে জোর করে উঠিয়ে নেয়া হয় তাকে। এরপর থেকেই নিখোঁজ আব্দুর গাফ্ফার‌ পিয়াস।

আট বছর ধরে গুমের শিকার আব্দুর গাফ্ফার‌ পিয়াসকে ফেরত চেয়ে সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন পরিবারের সদস্যরা।

গুমের শিকার আব্দুর গাফফার পিয়াস পাবনা শহরের লাইব্রেরি বাজারের মরহুম হারুনুর রশিদের ছেলে।

পরিবারের সদস্যরা বলেন, ‘সেদিন আমরা থানায় জিডি করতে গিয়েছিলাম। কিন্তু থানা পুলিশ আমাদের জিডি নেয়নি। তবে তার পড়াশোনা, চলাফেরা, ধর্মকর্ম নিয়ে পুলিশ আমাদের নানান সময়ে জিজ্ঞাসাবাদ করেছেন। পিয়াস মাদরাসা থেকে পাস করে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ২০১৪ সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে বিএসসি ভর্তি হওয়ার জন্য চেষ্টা করছিল। সে খুব ধার্মিক ছিল, কিন্তু কোনো রাজনীতির সাথে জড়িত ছিল না। সে যত অপরাধই করুক না কেন, প্রচলিত আইনে তার বিচার হোক। আমরা তার খোঁজ চাই।’

সংবাদ সম্মেলনে মা সালেহা খাতুন, ভাই আব্দুল হালিম, আব্দুল হামিদ, ভাবি সুমাইয়া মিম, শম্পা খাতুন ও সুরাইয়া খাতুনসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement