নওগাঁয় ছিনতাইকারীর হামলায় জামায়াত নেতা নিহত
- নওগাঁ প্রতিনিধি
- ৩১ আগস্ট ২০২৪, ১৯:৫৬
নওগাঁর সাপাহারে ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল্লাহিল কাফি (৫২) নামে এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে। তিনি সাপাহার উপজেলা শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও স্থানীয় আল হেলাল ইসলামী একাডেমী অ্যান্ড কলেজের শিক্ষক। শুক্রবার দিবাগত রাতে আহত হয়ে শনিবার দুপুর ২টা ৪০ মিনিটে তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার সৈয়দপুর ও মানিকুড়া রাস্তার মাঝামাঝি পাকা রাস্তায় আব্দুল্লাহিল কাফি ও আহমাদুল্লাহ নামে দুজন ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত হন। তারা উপজেলার আইহাই ইউনিয়নে একটি দলীয় অনুষ্ঠান শেষ করে সাপাহারের উদ্দেশে মোটরসাইকেল যোগে রওনা দেন। পথিমধ্যে ঘটনাস্থলে ৭ থেকে ৮ জন ছিনতাইকারী তাদের পথরোধ করে লাঠি দিয়ে বেধড়ক মারপিট শুরু করে। এতে মাথায় গুরুত্বর আঘাতপ্রাপ্ত হন শিক্ষক কাফি।
এসময় তাদের চিৎকারে গ্রামবাসীরা এগিয়ে আসায় শিক্ষক কাফির মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন ও সাপাহার থানা পুলিশ মোটরসাইকেলটি এবং আহতদের উদ্ধার করে উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শিক্ষক কাফিকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়। অপরদিকে আহত আহমাদুল্লাহকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠিয়ে দেন কর্তব্যরত চিকিৎসক।
সাপাহার থানার ভারপ্রাপ্ত (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, নিহত শিক্ষক কাফি ছিনতাইকারীদের কবলে পরেছিলেন। এঘটনায় থানায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে।