২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নাটোরে ধর্ষণ করে হত্যার দায়ে ২ জনকে যাবজ্জীবন

নাটোরে ধর্ষণ করে হত্যার দায়ে ২ জনকে যাবজ্জীবন - ছবি : নয়া দিগন্ত

নাটোরের নলডাঙ্গায় শিশুকে (১৩) ধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যার দায়ে আনোয়ার হোসেন বাবু (৩৫) ও তদন্তে প্রাপ্ত আসামি রইচ উদ্দীন (২৭) নামের দুজনের যাবজ্জীবন কারাদন্ড এবং প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

এছাড়া এ মামলার বাকি পাঁচজন আসামিকে খালাসের আদেশ দিয়েছেন বিচারক।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, আনোয়ার হোসেন বাবু নঁওগা জেলার রানী নগর থানার হরিশপুর এলাকার মরহুম জহের আলীর ছেলে এবং তদন্তে প্রাপ্ত আসামি রইচ উদ্দীন হলেন নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার ভূষনগাছা এলাকার ইব্রাহিম সাকিদারের ছেলে। সোহাগ, রাকিব হোসেন, আলামিন, জিয়ারুল ও জামালকে খালাস দিয়েছেন বিচারক।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৬ মে রাতে ভিকটিমের শয়ন কক্ষে ঢুকে ধর্ষণ করে শ্বাসরোধ করে হত্যা করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় পরের সকালে ভিকটিমের বাবা আ: রশিদ নলডাঙ্গা থানায় অজ্ঞাত নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলার পরে ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ ছয়জনকে আটক করে আদালতে সোপর্দ করেন। মামলাটির আরো তদন্ত শেষে ২০১৪ সালের ১৫ সেপ্টেম্বর বাবুকে ঘটনার সাথে জড়িত সন্দেহে আসামি করে আদালতে প্রতিবেদন দাখিল করেন পুলিশ। তারপর থেকে বাবু পলাতক থাকেন। পরে ২০১৯ সালের ১০ অক্টোবর লালপুর থানার একটি মামলায় বাবুকে আটক করে আদালতে হাজির করে পুলিশ।

পরে নলডাঙ্গা থানার মামলায় আদালতে ১৬৪ ধারায় দেয়া জবানবন্দীতে ভিকটিমকে বাবু নিজে ও রইচ মিলে ধর্ষণ করে হত্যার দায় স্বীকার করেন। পরের দিন নলডাঙ্গা উপজেলার ভূষনগাছা এলাকায় নিজ বাড়ি থেকে তদন্ত প্রাপ্ত আসামি রইচ উদ্দীনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়।

নাটোর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি আনিছুর রহমান জানান, দীর্ঘ ১০ বছর মামলাটি স্বাক্ষ্য-প্রমাণ শেষে সন্দেহাতীতভাবে দোষী সাবস্ত হওয়ায় বাবু ও রইচ উদ্দীনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় দোষী সাবস্ত না হওয়ায় পাঁচজন আসামিকে খালাস দিয়েছেন। জরিমানার অর্থ ভিকটিমের পরিবার পাবেন বলে আদেশে উল্লেখ করা হয়।


আরো সংবাদ



premium cement